ধর্ম উপাসনার হাতিয়ার নাকি যুদ্ধের?

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র

বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতিতে সোচ্চার হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

“ধর্ম…উপাসনার হাতিয়ার নাকি যুদ্ধের?” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই প্রশ্ন ছুড়ে দিলেন শ্রীলেখা।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ভালাবাসাই তার পরম ধর্ম। কোন ধর্মে মানুষকে খুন করার কথা বলা হয়? প্রশ্ন তোলেন শ্রীলেখা।

এরপরই অভিনেত্রী বলেন, “ধর্মের ভিত্তিতে যুদ্ধ, ভেদাভেদের চেষ্টা চলতে থাকে। মানুষ যুদ্ধ চায়, শান্তি চায় না। এটা খুবই দুঃখের। হিন্দু মুসলমানকে মারুক কিংবা মুসলমান হিন্দুকে মারুক, সবশেষ সাধারণ মানুষেরই মৃত্যু হচ্ছে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।”

বিজ্ঞাপন

“২০২১ সালেও মানুষ ধর্মের অজুহাত দিয়ে এই সমস্ত করে যাচ্ছে। এগুলো সত্যিই কষ্টের। মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়? কেন?” প্রশ্ন তোলেন শ্রীলেখা মিত্র।

এর বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নেওয়া উচিত বলেই মনে করেন অভিনেত্রী।