মুক্তি পেলে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবেন আরিয়ান
বিনোদন
১৫ দিন মুম্বাইয়ের আর্থার রোডের জেলে রয়েছেন আরিয়ান খান। মাদকাণ্ডে গত ৩ অক্টোবর শাহরুখ পুত্রকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
এদিকে, মাদক মামলায় যাদের গ্রেফতার করা হয়, তাদের এনসিবির পক্ষ থেকে কাউন্সিলিং করা হয়। বিশেষ করে যদি কেউ প্রথমবার গ্রেফতার হন বা তার মধ্যে মাদক নেওয়ার কোনও লক্ষণ দেখা যায়। সাধারণত জিজ্ঞাসাবাদ শেষ হলেই করা হয় কাউন্সিলিং।
বিজ্ঞাপন
কাউন্সিলিংয়ের জন্য এনসিবি কর্মকর্তারা কমিউনিটি লিডারস থেকে শুরু করে সমাজের নানা ধরণের লোকেদের সাহায্য নিয়ে থাকেন, যারা মনোবিজ্ঞানের কাজের সঙ্গে যুক্ত। যাদের প্রাথমিক লক্ষ্যই হল মাদক সেবনকারীকে মাদকের নেশা থেকে বের করে আনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিবি কর্মকর্তা জানিয়েছেন, ‘কাউন্সিলিংয়ের সময় আরিয়ান জানিয়েছেন, এবার থেকে সমাজের মঙ্গলের জন্য, সমাজের পিছিয়ে পড়ে মানুষদের জন্য কাজ করবেন তিনি।’
বিজ্ঞাপন
২০ অক্টোবর শাহরুখ পুত্রের জামিনের শুনানি হওয়ার কথা আছে।
‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবি দিয়ে বলিউডে আগমন অভিনেত্রী বরখা মদনের। প্রথম ছবিতেই বিপরীতে ছিলেন অক্ষয় কুমারের মতো সুপারস্টার। অভিষেক ছবিতেই জনপ্রিয়তা পান বরখা। অক্ষয়ের স্টারডমের আধিপত্যের মধ্যেও, আলাদা করে তার অভিনয় প্রতিভার প্রশংসা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় থাকে দ্বিতীয় সিনেমা ‘ভূত’-এও। তারপরও গ্ল্যামার দুনিয়া ছেড়ে বৌদ্ধমঠে ঠাঁই নিয়ে দিনযাপন করছেন অভিনেত্রী।
মডেলিং এবং অভিনয় জীবনে বেশ সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে পারতেন অভিনেত্রী বরখা মদন। তবে এই জীবন ছেড়ে পাহাড়ের কোলে বৌদ্ধ সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলাই লামার দীক্ষা নিয়েছেন বরখা। নামও পরিবর্তন করেছেন। নতুন নাম গ্যালটেন সামটেন। বরখার এই জীবনের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিতে দেখা যায় সন্ন্যাসিদের মতোই লাল-খয়েরি থান জড়িয়ে রয়েছেন, মাথা থেকে চুলও ফেলে দিয়েছেন। অথচ একসময় বিকিনিতে পর্দা কাঁপিয়েছিলেন পাঞ্জাবি এই বলি তারকা। তার এই ব্যাপক পরিবর্তনে নেটিজেনরা যেন তাকে চিনতেই পারছেন না।
ক্যারিয়ার শুরু হয়েছিল মডেল হিসেবে। সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি ছিলেন সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই বচ্চনের প্রতিদ্বন্দ্বী। অপর দুই অভিনেত্রীর মতো বিশ্ববিখ্যাত না হলেও বলিউডে যথেষ্ট দৃষ্টান্ত ফেলেছিলেন বরখা। ‘খিলাড়িও কা খিলাড়ি’ এবং ‘ভূত’ নামে মাত্র দুটো ছবি অভিনেত্রীর ঝুলিতে। দুটো ছবিতেই তার অভিনয় ছিল প্রশংসিত। বক্স অফিসে সাফল্য এনেছিল দু’টি সিনেমাই। অল্প সময়েই এক ডাকে চেনার মতো পরিচয় পেয়েছিলেন তিনি। তবে হঠাৎই পর্দার আড়ালে চলে গিয়েছিলেন বরখা।
দীর্ঘদিন বরখার কোনো খোঁজ ছিল না। সময়ের সাথে সাথে তারকা ঝলমল দুনিয়ায় গ্ল্যামারের প্রতিযোগিতায় সবাই ভুলেই গিয়েছিল তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে প্রকাশ্যে আসে জনপ্রিয় নায়িকা বরখার ছবি। তবে এ যেন সেই চিরচেনা বরখা নয়! তার সম্পূর্ণ বিপরীত নতুন রূপ দেখে স্তম্ভিত বলিউড।
তবে ছবিতে বরখার মুখেচোখে প্রশান্তি, হাসিতেও সেই ছায়া স্পষ্ট। বলিউড তাকে দেখে বিস্মিত হলেও, বরখা নির্বিকার। সহজেই বোঝা যায়, সমস্ত চাকচিক্য ছেড়ে সেখানে ভালই আছেন তিনি। এতেই খোঁজ পেয়েছেন পরম শান্তির!
বেশ কয়েকবার একসঙ্গে কাজ করেছেন বর্তমান সময়ের গুণী শিল্পী মোশাররফ করিম এবং জাকিয়া বারী মম। সম্প্রতি তারা আবার জুটিবদ্ধ হয়েছেন ‘অন্ধকারের গান’-এ। ভিকি জাহিদ পরিচালিত ওয়েব ফিল্মটি ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জে’-তে প্রকাশ করা হয়েছে। সিনেমার শেষ অংশটা পুরো কাহিনীকেই একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে বাধ্য করে। পুরো সিনেমার শুধু শেষ দৃশ্যতেই স্ক্রিন শেয়ার করেছেন মম এবং মোশাররফ করিম। এই কাজ নিয়েই গণমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানালেন মম।
মম বলেন, ‘আমি যখনই মোশাররফ ভাইয়ের সাথে কাজ করি, নতুন কিছু শেখার অভিজ্ঞতা হয়। ওনার সাথে প্রতিটি কাজই অসাধারণ হয়েছে। এবারের কাজটিও তার ব্যতিক্রম ছিল নয়। সত্যি বলতে, আমি ওনার সাথে বারবার কাজ করার আশা করি। তিনি একজন অসাধারণ সহশিল্পী।’
ভিকি জাহেদ পরিচালিত 'অন্ধকারের গান' চলচ্চিত্রটিতে মম কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রে নাম রুমালি। গ্রামের এক সহজ সরল গৃহবধূ রুমালি চরিত্রের জন্য মম ব্যাপক প্রশংসা পাচ্ছেন। নিজের চরিত্র নিয়ে মম বলেন, `রুমালি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা সমৃদ্ধ ছিল। আমি এর আগে বিঞ্জের সাথে কাজ করেছি, এবং ভিকি জাহেদ নিঃসন্দেহে একজন প্রতিভাবান পরিচালক। এই প্রজেক্টটি সবসময় আমার অভিনয় ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।’
গল্পে রুমালি তার ছোট সন্তান এবং অসুস্থ শাশুড়ির সাথে গ্রামে থাকে। গল্পের শুরু দেখে মনে হয় মোশাররফ অভিনীত মুকুল চরিত্র তার স্বামী। মুকুল শহরে কাজ করে এবং প্রতিমাসে বাড়িতে টাকা পাঠায়। কিন্তু দীর্ঘদিন ধরে বাড়িতে ফেরে না। এমনকি মোবাইলে কলও করেনা। এই নিয়ে রুমালি খুব চিন্তিত থাকে এবং তার শাশুড়ি তার প্রতি বিরক্তি প্রকাশ করে।
অন্যদিকে শহরে মুকুলের জীবন চলে ভিন্ন তালে। শাপলা নামক এক মেয়ের প্রতি তার আকর্ষণ এবং সম্পর্কের অগ্রগতি দেখানো হয়েছে। এই তিন চরিত্রের সঙ্গে যোগসূত্র এবং কেন মুকুল বাড়ির প্রতি উদাসীন সেই গল্পই দেখানো হয়েছে ওয়েব ফিল্মটিতে। গল্পের শেষের টুইস্ট দর্শকদের অবাক করবে এবং প্রতিটি চরিত্রের জন্য সহানুভূতি সৃষ্টি করবে।
বর্তমানে মম ঈদের নাটক এবং অন্যান্য প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। বাংলা অভিনয় শিল্পের পুনরুদ্ধারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমাদের শিল্প একটি অস্থায়ী মন্দার সম্মুখীন হয়েছিল। তবে খুব দ্রুতই আবার ট্র্যাকে ফিরে এসেছে। আমি নিশ্চিত যে আমরা শীঘ্রই দর্শকদের কাছে ভালো ভালো কাজ নিয়ে হাজির হবো।’
জুলাই অভ্যুত্থানের সময় প্রশংসিত হয়েছে অভিনেত্রী জাকিয়া বারী মম। ৮ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম 'অন্ধকারের গান'-এ তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সামনে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে অভিনয় সেটে ফিরে আসছেন তিনি।
আমেরিকার প্রখ্যাত শহর লস অ্যাঞ্জেলাস এখন দাবানলের কবলে। কয়েক কিলোমিটার জুড়ে এগিয়ে চলা এই আগুনে পুড়ে গেছে কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি। দাবানলে পুড়ে মারা যাওয়া মানুষের সংখ্যাও দিনদিন বেড়ে চলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত হলিউড তারকারাও এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক তারকা আটকাও পড়েছেন সেখানে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনের পাশাপাশি থেমে গেছে বিনোদন জগতের কর্মসূচিও। শোনা যাচ্ছিল অস্কারসহ বিভিন্ন অনুষ্ঠান এবং শ্যুটিংয়ের কাজও স্থগিত করা হতে পারে।
চলতি বছর মার্চে অস্কারের আসর বসার কথা ছিল। ৯৭তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড এর জন্য মার্চের ২ তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে অস্কারের আয়োজক ও সংশ্লিষ্ট বিভিন্ন তারকা সরাসরি লস অ্যাঞ্জেলাসে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই গুঞ্জন ছিল চলতি বছর অস্কারের অনুষ্ঠান বাতিল করা হবে। অন্তত পেছানো হবে অনুষ্ঠানের তারিখ। তবে এইসব কেবলই গুঞ্জন। সময় মতোই আয়োজিত হবে ৯৭তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড। ‘দ্য সান’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্ব বিনোদন জগতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার অস্কার। প্রতিবছর বেশ ধুমধাম করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছর অস্কার পরিচালনার জন্য ৫৫ জন বোর্ড সদস্য নিয়ে গর্ভনরের যে দল গঠন করা হয়েছিল, তার মধ্যে ৪ জনের বাড়ি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। সে দলে টম হ্যাঙ্কস, এমা স্টোন, মেরিল স্ট্রিপ এবং স্টিভেন স্পিলবার্গের মতো তারকারা রয়েছেন। লস অ্যাঞ্জেলাসে চলমান অনেক সিনেমার কাজ স্থগিত করা হয়েছে এবং পুনরায় কবে কাজ শুরু হবে তা একেবারেই অনিশ্চিত। এর প্রভাব পড়তে পারতো অস্কারেও। তবে আয়োজকরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকবেন বলে ঠিক করেছেন।
অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট দাবানেলে ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যৌথ বিবৃতিতে তারা সাহায্যপ্রার্থীদের পাশে দাঁড়ানোর কথা জানান। তবে তারা আরও জানান, যেহেতু গত ৯৬ বছরে কখনোই অস্কারের অনুষ্ঠান বাতিল হয়নি, তাই এবারও বাতিল হবে না। এমনকি করোনা মহামারিতেও কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল, তবে অনুষ্ঠান বাতিল হয়নি। যদিও, এবার অনুষ্ঠান সূচিতে কিছু বিশেষ পরিবর্তন আনা হবে। যেমন মনোনীত শিল্পীদের দুপুরের খাবার আয়োজনের পর্বটি বাতিলের নিশ্চয়তা সম্পর্কে জানা যায়।
এবারের অস্কারের অনুষ্ঠানটি ডলবি থিয়েটারে হওয়ার কথা রয়েছে। ২ মার্চ ‘এবিসি’ এবং ‘হুলু’তে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন কোনান ও’ব্রায়েন। অনুষ্ঠানের জন্য হাজারের উপরে স্থানীয় লোককে নিয়োগ করে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ চলছে।
দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি তনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন।
রোবাইয়াত ফাতিমা তনি তার ফেসবুকে লিখেছেন, ‘সে আর নাই, ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে’।
অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাৎ হোসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। দুইমাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন।
তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার স্বামী শাহাদাৎ হোসাইন ৩৮ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখেও পড়তেন এই নারী উদ্যেক্তা। তবে এসবে তার কোনও তোয়াক্কা নেই। দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে।
শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই উদ্যেক্তা। দেশের বুকে তার ১২টি শোরুম রয়েছে।