মুক্তি পেলে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবেন আরিয়ান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরিয়ান খান

আরিয়ান খান

১৫ দিন মুম্বাইয়ের আর্থার রোডের জেলে রয়েছেন আরিয়ান খান। মাদকাণ্ডে গত ৩ অক্টোবর শাহরুখ পুত্রকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এদিকে, মাদক মামলায় যাদের গ্রেফতার করা হয়, তাদের এনসিবির পক্ষ থেকে কাউন্সিলিং করা হয়। বিশেষ করে যদি কেউ প্রথমবার গ্রেফতার হন বা তার মধ্যে মাদক নেওয়ার কোনও লক্ষণ দেখা যায়। সাধারণত জিজ্ঞাসাবাদ শেষ হলেই করা হয় কাউন্সিলিং।

বিজ্ঞাপন

কাউন্সিলিংয়ের জন্য এনসিবি কর্মকর্তারা কমিউনিটি লিডারস থেকে শুরু করে সমাজের নানা ধরণের লোকেদের সাহায্য নিয়ে থাকেন, যারা মনোবিজ্ঞানের কাজের সঙ্গে যুক্ত। যাদের প্রাথমিক লক্ষ্যই হল মাদক সেবনকারীকে মাদকের নেশা থেকে বের করে আনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিবি কর্মকর্তা জানিয়েছেন, ‘কাউন্সিলিংয়ের সময় আরিয়ান জানিয়েছেন, এবার থেকে সমাজের মঙ্গলের জন্য, সমাজের পিছিয়ে পড়ে মানুষদের জন্য কাজ করবেন তিনি।’

বিজ্ঞাপন

২০ অক্টোবর শাহরুখ পুত্রের জামিনের শুনানি হওয়ার কথা আছে।