অ্যাপসা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর মনোনয়নে বাঁধন

  • রুদ্র হক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস এর ১৪তম আসরে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন আজমেরী হক বাঁধন।

'রেহেনা মরিয়ম নূর' ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে তাকে মনোনয়ন দিয়েছে আয়োজকরা।

বিজ্ঞাপন

আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বার্তা২৪.কম’কে এর প্রতিক্রিয়ায় বলেন, “চলচ্চিত্রটি নিয়ে আমরা বিশ্বের বিভিন্ন উৎসবে যাচ্ছি। কিন্তু বাঁধন এবার এককভাবে অভিনেত্রী হিসেবে এত বড় একটি উৎসবে দেশকে প্রতিনিধিত্ব করছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

বিজ্ঞাপন

সেরা অভিনেত্রী বিভাগে বাঁধনের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন ইসরাইলের আলেনা আইভি, রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা সিসকাইরি, অস্ট্রেলিয়ার লিয়া পার্সেল, নিউজিল্যান্ডের এসি ডেভিস।

এদিকে, ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে মনোনয়ন পেয়ে সাড়া ফেলে 'রেহানা মরিয়ম নূর'। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটি বিশ্বের আরো কয়েকটি দেশে প্রদর্শিত হয়েছে।