ছেলের জামিন হবে গৌরির জন্মদিনের সেরা উপহার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মা গৌরি খানের সঙ্গে আরিয়ান খান

মা গৌরি খানের সঙ্গে আরিয়ান খান

আজ শাহরুখ পত্নি গৌরি খানের জীবনের বিশেষ একটি দিন। ১৯৭০ সালের ৮ অক্টোবর দিল্লিতে জন্মগ্রহণ করেছেন গৌরি। আজ তার ৫১তম জন্মদিন।

আজকের এই দিনটি গৌরির জন্য যতোটা আনন্দের ঠিক ততোটাই কষ্টের। কেননা গত ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে তার ছেলে আরিয়ান খানকে।

বিজ্ঞাপন

তাই জীবনের এই বিশেষ এই দিনটিতে গৌরির এখন একটি চাওয়া। আর সেটি হলো তার ছেলের জামিন।

এ প্রসঙ্গে গৌরির এক বন্ধু ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “গৌরির জন্মদিন উপলক্ষে এ বছর কোন আয়োজন করা হচ্ছে না। বিশেষ এই দিনটিতে ছেলেকে ভীষণ মিস করছেন তিনি। এমনকি আমরা তাকে শুভেচ্ছাও জানাতে পারিনি। গৌরির শুধু এখন একটাই চাওয়া যেনো তার ছেলের জামিন হয়ে যায়। আজ যদি এমনটি হয় তাহলে এটিই হবে তার জন্মদিনে সেরা উপহার।”

বিজ্ঞাপন

মাদককাণ্ডে গত ৩ অক্টোবর আরিয়ান খানকে গ্রেফতার করে এনসিবি। এরপর তাকে আদালতে তোলা হলে আদালত তাকে ৭ অক্টোবর পর‌্যন্ত এনসিবি’র হেফাজতে রাখার নির্দেশ দেন।

৭ অক্টোবর ফের আদালতে তোলা হয়েছিলো শাহরুখ পুত্র আরিয়ান খানসহ মাদক মামলায় অভিযুক্ত অপর সাত জনকে। কিন্তু এদিনও জামিন পাননি আরিয়ান।

তবে এদিন আদালত আরিয়ানসহ বাকি সকল অভিযুক্তের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করেছে।

আজ (৮ অক্টোবর) ফের একবার আদালতে তোলা হয়েছে আরিয়ান খানকে। এখন দেখার অপেক্ষা তিনি জামিন পান কিনা।