সিলভারে কিলার মালাইকা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মালাইকা আরোরা

মালাইকা আরোরা

শর্টস হোক বা বিকিনি, কিংবা শাড়ি- সবতেই যেন রূপের আগুন ছড়ান মালাইকা আরোরা। রেড কার্পেটে স্টেটমেন্ট গাউন হোক বা প্রতিদিনের পোশাক, ফ্যাশনের প্রশ্নে কখনওই হতাশ করেন না বলিউডের এই অভিনেত্রী। ৪৭ বছর বয়সী এই ডিভার ফ্যাশন স্টেটমেন্ট অনুপ্রেরণা অনেকের কাছেই।


সম্প্রতি আবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে। সিলভার ড্রেসে কিলার লুকে হাজির হলেন বলিউডের এই সুন্দরী।

বিজ্ঞাপন

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মালাইকা আরোরা। যেখানে অস্ট্রেলিয়ান ডিজাইনার টনি মাটিকভেসকির তৈরি করা সিলভার রঙের একটি কাঁধ খোলা গাউনে দেখা মিলেছে তার। চুলগুলো ছিলো কোঁকড়ানো। পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে পরেছিলেন ব্রেসলেট। চোখটিও সাজানো ছিলো সিলভার আইশ্যাডো দিয়ে। ঠোঁটে ছিল ন্যুড লিপস্টিক। জুতাও পরেছিলেন একই রঙের।


মালাইকার নতুন এই ছবি দেখার পর অনেকেই এটিকে ‘কিলার লুক’ বলে সম্বোধন করেছেন। আবার কারও মতে, এই পোশাকটি নাকি ফয়েল পেপার দিয়ে তৈরি।

বিজ্ঞাপন

বর্তমানে রিয়্যালিটি শো সুপারমডেল অফ দ্য ইয়ার সিজন ২ -এর শুটিং করছেন মালাইকা আরোরা।


ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা আরোরা।