মাদককাণ্ডে গ্রেফতার ছেলে, শুটিং বাতিল করলেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা শাহরুখ খানের সঙ্গে আরিয়ান খান

বাবা শাহরুখ খানের সঙ্গে আরিয়ান খান

গত তিন বছর ধরে বড়পর্দায় দেখা মেলেনি শাহরুখ খানের। তবে আগামী বছর যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’র মধ্য দিয়ে রূপালি পর্দায় কামব্যাক করার কথা ছিলো বলিউড কিংয়ের। কিন্তু এরইমধ্যে ঘটে গেলো এক অঘটন।

মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে। রোববার (৩ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে আরিয়ানকে গ্রেফতারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)।

বিজ্ঞাপন

স্বভাবতই এই বিষয়ে শাহরুখ কোনও বিবৃতি দেবেন না বলেই আশা করা যায়। তবে ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, 'পাঠান' এর জন্য স্পেন উড়ে যাওয়ার কথা ছিল শাহরুখের। তবে আরিয়ানের এই ঘটনার পর নাকি সেই যাওয়া বাতিল করে দিয়েছেন বাদশা।

গ্রেফতার হওয়া আরিয়ান খান ও তার বন্ধুরা

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা গেছে- প্রতি মুহূর্তের খবর জানার জন্য নাকি এনসিবি’র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শাহরুখ।

বিজ্ঞাপন

অন্যদিকে, নিজের ইন্টেরিয়র সংস্থার কাজের ব্যাপারে বিদেশ পাড়ি দেওয়ার কথা ছিল গৌরি খানেরও। কিন্তু ছেলের এই কঠিন সময়ে সেসব পরিকল্পনা বাতিল করেছেন তিনিও।