বাবা হারালেন মনোজ বাজপেয়ী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবার সঙ্গে মনোজ বাজপেয়ী

বাবার সঙ্গে মনোজ বাজপেয়ী

না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ীর বাবা রাধাকান্ত বাজপেয়ী।

রোববার (৩ অক্টোবর) দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিজ্ঞাপন

গত মাসেই খবরের শিরোনামে এসেছিল, সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ বছর বয়সী এই অভিনেতার বাবা। বাবার অসুস্থতার খবর পেয়ে কেরলে শুটিং স্থগিত রেখে দিল্লিও পৌঁছেছিলেন মনোজ বাজপেয়ী। দিন কয়েক ছিলেন বাবার পাশেই। কিন্তু ফের কাজে ফিরে গিয়েছিলেন তিনি।

বাবার মৃত্যু সংবাদ পেয়ে কেরলে ছবির শুটিংয়ের কাজ স্থগিত রেখে আজ দিল্লি ফিরেছেন মনোজ বাজপেয়ী। আজই হবে তার বাবার শেষকৃত্য।