মাদক তল্লাশির পর জেরার মুখে শাহরুখ পুত্র

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা শাহরুখ খানের সঙ্গে আরিয়ান খান

বাবা শাহরুখ খানের সঙ্গে আরিয়ান খান

মাদক কাণ্ডে ফের একবার নাম জড়লো বলিউডের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (এনসিবি) জেরার মুখে পড়তে হলো সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে এনসিবি। যে তালিকায় রয়েছেন শাহরুখ পুত্রও।

বিজ্ঞাপন

ঘটনাটির সূত্রপাত ঘটে শনিবার (২ অক্টোবর) গভীর রাতে। এনসিবি’র কর্মকর্তারা যাত্রী সেজে কর্ডেলিয়া নামে একটি বিলাসবহুল ক্রুজে চড়েন। মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে রওনা হয় ক্রুজটি। ভিতরেই শুরু হয় পার্টি। এনসিবি কর্মকর্তারা গোপন সূত্রে খবর পান যে, ওই ক্রুজের পার্টিতে মাদক সেবন করা হবে। হলও ঠিক তাই। পার্টিতে মাদক সেবন করতে শুরু করে প্রায় প্রত্যেকেই। কেউ কেউ নেশায় বুঁদ হয়ে যায়। প্রায় অচৈতন্য হয়ে পড়েন অনেকেই। এরপরই এনসিবি ১০ জনকে আটক করে। শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও জেরা করা হচ্ছে।

এনসিবি কর্মকর্তা সৈয়দ সমীর ওয়াংখেড়েও আরিয়ানকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাছাড়া সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এনসিবি কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য একটি ভবনের ভেতর নিয়ে যাচ্ছেন আরিয়ানকে।