৪র্থ বিবাহবার্ষিকীর পাঁচ দিন আগে নাগা-সামান্থার বিচ্ছেদের ঘোষণা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি

নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিয়ে দিলেন সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য।


শনিবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি। এর মধ্য দিয়ে চার বছরের সংসার জীবনের ইতি টানলেন তারা।

বিজ্ঞাপন

ওই যৌথ বিবৃতিতে সামান্থা-নাগা জানান, “শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, বহু আলোচনা ও চিন্তাভাবনার পরে আমরা স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমাদের বন্ধুত্ব, যা ভবিষ্যতেও বহাল থাকবে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানাচ্ছি তারা যেন এই কঠিন সময়ে আমাদের পাশে থেকে সহযোগীতা করেন। কেননা এই মুহূর্তে আমাদের এখন একান্ত সময় প্রয়োজন।”


দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি।

বিজ্ঞাপন

মাস খানেক ধরেই শোনা যাচ্ছিলো নাগা-সামান্থার বিচ্ছেদের গুঞ্জন। এমনকি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতেও একে অপরের ছবি আপলোড করা বন্ধ করে দিয়েছিলেন সাবেক এই তারকা দম্পতি। তাছাড়া নিজের নাম থেকে আক্কিনেনি পদবি সরিয়ে ফেলেছিলেন সামান্থা। যার ফলে তাদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরাল হয়।

সবকিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর চতুর্থ বিবাহবার্ষিকী পালন করতেন তারা। কিন্তু তার আগেই বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিলেন।