তবে কী রণবীরের জন্য নিজের ছবির তারিখ পিছিয়ে দিলেন আমির?

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আমির খান ও রণবীর সিং

আমির খান ও রণবীর সিং

ঈদ সালমানের, দিওয়ালি শাহরুখের এবং বড়দিন আমিরের। গত কয়েক বছর ধরে এই দিনগুলোতেই সিনেমা হলে দেখা গেছে বলিউডের দিন খান সালমান-শাহরুখ-আমিরের ছবি। এটি যেনো একদম নিয়ম হয়ে দাঁড়িয়েছিলো।

কিন্তু অবশেষে সেই নিয়ম ভেঙে দিলেন আমির খান। এ বছর বড়দিনে মুক্তি পাচ্ছে না তার কোনো ছবি।

বিজ্ঞাপন

‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির খান। এতে তার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর খান।

গত বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘লাল সিং চাড্ডা’। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহতা বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ছবিটির শুটিং। সে কারণে ২০২০ সালের বড়দিনে মুক্তি পায়নি ছবিটি।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছিলো সব ঠিক থাকলে এক বছরের বড়দিনে মুক্তি দেওয়া হবে ‘লাল সিং চাড্ডা’। কিন্তু বড়দিনে নিজের ছবি মুক্তি দেওয়ার নিয়মতি শেষমেষ ভেঙে ফেললেন আমির খান।

কেননা এ বছর বড়দিনে নয়, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেতে যাচ্ছে ২০২২ সালের ভালোবাসা দিবসে। সম্প্রতি এমনটাই ঘোষণা দিয়েছে ছবিটির নির্মাতারা।

এদিকে, বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রণবীর সিং অভিনীত ‘৮৩’। যেখানে তার বিপরীতে রয়েছেন স্ত্রী দীপিকা পাড়ুকোন।

অনেকে মনে করছেন রণবীরের ছবি বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলেই নাকি নিজের ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন আমির খান।