একফ্রেমে তিন প্রজন্ম

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মা ও মেয়ের সঙ্গে সোহা আলি খান

মা ও মেয়ের সঙ্গে সোহা আলি খান

রূপালি জগত থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন তিনি। বর্তমানে তার ব্যস্ত সময় কাটে স্বামী, সংসার ও সন্তান নিয়ে। কথা হচ্ছে বলিউড অভিনেত্রী সোহা আলি খানকে নিয়ে।

এদিকে, সোহা আলি খান রূপালি পর্দা থেকে বিদায় নিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সবর তিনি। জীবনের নানা মুহূর্ত এই মাধ্যটির সাহায্যে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন সোহা।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন সোহা আলি খান। যেখানে তিন প্রজন্মকে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

মেয়ের সঙ্গে সোহা আলি খান

সোহা আলি খানের শেয়ার করা ছবিটিতে একটি বাগানের মধ্যে মা শর্মিলা ঠাকুর ও মেয়ে ইনায়া নাওমি খেমুর সঙ্গে তাকে ছবি তোলার জন্য পোজ দিতে দেখা গেছে। তিনজনই জয়পুরী কটন প্রিন্টের পোশাক পরেছেন। তাদের সঙ্গে দেখা গেছে একটি পোষ্যকেও।

বিজ্ঞাপন

ছবিটির ক্যাপশনে সোহা আলি খান লিখেছেন, ‘তিন প্রজন্মের নারী! (এবং একটি কুকুর)।’

এছাড়াও আরও কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যকাউন্টে শেয়ার করেছেন সোহা আলি খান। যেখানে মেয়ে ইনায়া নাওমি খেমুর সঙ্গে খেলা করতে দেখা যাচ্ছে।