সেলিমের ‘গুনিন’-এ পরীমণি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গিয়াস উদ্দিন সেলিম ও পরীমণি

গিয়াস উদ্দিন সেলিম ও পরীমণি

গুঞ্জনই সত্যি হলো। ‘স্বপ্নজাল’র পর এবার গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমায় ‘গুনিন’-এ চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পরীমণি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন পরীমণি।

বিজ্ঞাপন

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিষয়টি পরী নিজেই নিশ্চিত করেছেন।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে রাবেয়া নামে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে পরীমণিকে।

বিজ্ঞাপন

‘গুনিন’ নির্মিত হচ্ছে ওয়েব প্লাটফর্ম চরকির জন্য। তবে নির্মাতা জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

‘গুনিন’ সিনেমার পরীমণি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, দিলারা জামান, শিল্পী সরকার অপু সহ বহু পরিচিক মুখ।