২০ বছর পর পর্দায় ফিরছেন সানি-অমিশা জুটি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘গাদার: এক প্রেম কথা’ ছবির দৃশ্যে আমিশা পাটেল ও সানি দেওল

‘গাদার: এক প্রেম কথা’ ছবির দৃশ্যে আমিশা পাটেল ও সানি দেওল

অনিল শর্মা পরিচালিত ‘গাদার: এক প্রেম কথা’ মুক্তি পেয়েছিলো ২০০১ সালে। দেশভাগের প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর অসাধারণ প্রেমেরে গল্প তুলে ধরা হয়েছিলো ছবিটিতে। বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় ছবিগুলোর মধ্যে আজও শীর্ষ স্থানটি দখল করে রেখেছে সানি দেওল ও আমিশা পাটেল জুটির অভিনীত ছবিটি।

‘গাদার: এক প্রেম কথা’ ছবির দৃশ্যে আমিশা পাটেল ও সানি দেওল

চমকপ্রদ তথ্য হলো- ‘গাদার: এক প্রেম কথা’র সাফল্যের কথা মাথায় রেখে ২০ বছর পর এর দ্বিতীয় কিস্তি ‘গাদার: এক প্রেম কথা টু’ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অনিল শর্মা।

বিজ্ঞাপন

আগের কিস্তির মতো এবারও ছবিটিতে পাওয়া যাবে সানি দেওল ও আমিশা পাটেল জুটিকে। সব ঠিক থাকলে এর মধ্য দিয়ে ২০ বছর পর রূপালি পর্দায় একসঙ্গে ধরা দেবেন তারা। থাকবেন উৎকর্ষ শর্মাও।

আমিশা পাটেল ও সানি দেওল

জানা গেছে- প্রথম ছবির সিক্যুয়াল হবে এর গল্প। যেখানে তারা সিং (সানি দেওল) আবার যাবেন পাকিস্তানে। ছেলে চরণজিৎ সিং-কে ফিরিয়ে আনার গল্প উঠে আসবে এই ছবিতে। বাবা-ছেলের গল্প বলবে ‘গাদার: এক প্রেম কথা টু’।

বিজ্ঞাপন

নতুন ছবিটি প্রসঙ্গে নির্মাতা জানান, ছবির চিত্রনাট্যকার এবং লেখকদের সঙ্গে মিটিং করেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে জি।