ফাতিমার ছবিতে আমির কন্যার মন্তব্য

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাতিমা সানা শেখ, আমির খান ও ইরা খান

ফাতিমা সানা শেখ, আমির খান ও ইরা খান

সম্প্রতি ১৫ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন আমির খান ও কিরণ রাও দম্পতি। আর তাদের সংসার ভাঙার জন্য সকলে দায়ী করছেন বলিউড অভিনেত্রী সানা শেখকে।


কেননা আমির-ফাতিমার প্রেমের গুঞ্জন বেশ কয়েকবার চাউর হয়েছিলো ইন্ডাস্ট্রি। যদিও বিষয়টি নিয়ে কেউ কখনও মন্তব্য করেননি এই তারকা জুটি।

বিজ্ঞাপন

এর মাঝেই নতুন করে চর্চায় আমির-ফাতিমার সম্পর্ক। সৌজন্যে মিস্টার পারফেকশানিস্টের একমাত্র মেয়ে ইরা খান।


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফটোশুটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ফাতিমা সানা শেখ। যেখানে ক্রপ টপ আর ডেনিম পরে খোলা মাঠে লোহার জালের ওপর ভর করে একের পর এক পোজ দিয়েছেন এই বলি সুন্দরী।

বিজ্ঞাপন

ফাতিমার এই ছবিতে মন্তব্য করেছেন অনেকেই। তবে সকলের নজর আটকে গিয়েছে আমির খানের মেয়ে ইরা খানের মন্তব্যে। ফাতিমার শেয়ার করা ছবির কমেন্ট বক্সে আমির কন্যা লিখেছেন, ‘ওহ সুন্দরী।’