জয়ার ‘বিহাইন্ড দ্যা সিন’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়া আহসান

জয়া আহসান

বয়স যেনো জয়া আহসানের কাছে শুধু একটা সংখ্যা। যে কোনো অষ্টাদশী অভিনেত্রীকে সহজেই মাত দিতে পারেন তিনি। কেননা যতোই দিন যাচ্ছে, জয়ার ঔজ্জ্বল্য ততোই বেড়েই চলছে। সেই সঙ্গে তার নামের সঙ্গে নিত্যনতুন সাফল্যের পালক যুক্ত হচ্ছে।

বিজ্ঞাপন

দেশে যেমন এই অভিনেত্রী জনপ্রিয়, পাশের দেশ ভারতেও কোনো অংশে কম না। এ অভিনেত্রীর সৌন্দর্য, ফিগার আর অসাধারণ অভিনয় দক্ষতা শুধু ভক্ত-দর্শকদের কাছেই নয়; বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয় ও গানের জগতের অনেকের কাছেও ঈর্ষণীয়।

গত ২৯ জুন ও ৩ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন জয়া আহসান। যেখানে কালো রঙের প্যান্ট, গোলাপি রঙের স্পোর্টস ব্রা এবং নীল রঙের জ্যাকেটে ছিপছিপে গড়নের জয়াকে দেখা গেছে। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

বিজ্ঞাপন

জয়ার শেয়ার করা ছবিগুলোতে পড়েছে দেড় লাখের বেশি লাইক। কমেন্ট করেছেন ১৮ হাজারের বেশি মানুষ।

এবার সেই ফটোশুটের বিহাইন্ড দ্য সিন শেয়ার করলেন জয়া আহসান। যেখানে কখনও ছাদের কার্নিসে বসে আবার কখনও সিঁড়ি, কখনও দাঁড়িয়ে আবার কখনও বা বসে ছবি তোলার জন্য পোজ দিতে দেখা গেছে।

এই ভিডিওটির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, “রোদ পূর্ণ আত্মা।”

জয়ার শেয়ার করা এই ভিডিওটিতে লাইক পড়েছে ৩৩ হাজার। কমেন্ট করেছেন সাড়ে চার হাজার মানুষ।