ফারহানের ‘তুফান’-এর রিভিউ দিলেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খান ও ফারহান আখতার

শাহরুখ খান ও ফারহান আখতার

অনলাইনে কোনো জিনিস কেনার সময় আমরা যেমন সেই পণ্যের রিভিউ দেখে তারপর সেটি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি। ঠিক একইভাবে একটি ছবির ক্ষেত্রেও তার ভালো রিভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


কেননা এই রিভিউ পাড়ে একটি ছবিকে সফলতা ও ব্যর্থতা দুটিই দিতে। আর সেই রিভিউ যদি দিয়ে থাকেন স্বয়ং বলিউড কিং শাহরুখ খান তাহলে তো কথাই নেই।

বিজ্ঞাপন

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা ফারহান আখতার অভিনীত ‘তুফান’ ছবিটি। তারই রিভিউ দিয়েছেন শাহরুখ খান।

বলিউড বাদশা শাহরুখ খান তার টুইটার অ্যাকাউন্টে ফারহানের ‘তুফান’-এর রিভিউ দিয়ে লিখেছেন, “আমার বন্ধু ফারহান ও রাকেশ ওম প্রকাশ মেহরাকে তাদের ভালোবাসার পরিশ্রমের জন্য শুভকামনা। পরেশ রাওয়াল স্যার অসাধারণ। ম্রুণাল ঠাকুর দারুণ অভিনয় করেছেন। কয়েকদিন আগে ছবিটির দেখার সুযোগ হয়েছিলো আর আমার রিভিউ হলো- ‘আমাদের প্রত্যেকের উচিত ‘তুফান’র মতো ছবি তৈরি করা।”

পরেশ রাওয়াল ও ফারহান আখতার

গুণ্ডা থেকে বক্সার হন আজিজ আলি (ফারহান আখতার)। বক্সিং রিংয়ে একের পর এক টুর্নামেন্ট জিতে রাতারাতি সেলিব্রিটি বনে যান তিনি। হঠাৎই ঘটে গেলো এমন ঘটনা যার ফলে ৫ বছরের জন্য বক্সিং থেকে নিষিদ্ধ হলেন আজিজ। তারপর ফের বক্সিং রিংয়ে ফেরার সুযোগ পায় আজিজ। আবার কি পুরনো ছন্দে ফিরতে পারবেন তিনি? এভাবেই এগিয়ে যেতে থাকে ‘তুফান’ ছবির গল্প।