সামর্থ্য না থাকায় ছেলেকে বলিউডে আনতে পারেননি পরেশ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা পরেশ রাওয়ালের সঙ্গে আদিত্য রাওয়াল

বাবা পরেশ রাওয়ালের সঙ্গে আদিত্য রাওয়াল

বলিউডের ইতিহাসের সেরা অভিনেতাদের একজন পরেশ রাওয়াল। গত কয়েক দশক ধরে খলনায়ক হোক কিংবা কৌতুক চরিত্র, সমান দক্ষতায় সেই ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে প্রতিবারই দর্শকদের মুগ্ধ করেছেন ৬৬ বছর বয়সী এই তারকা।

আদিত্য রাওয়াল

এদিকে, বাবার পথ অনুসরণ করেই সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রি পা রেখেছেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। তবে অভিনেতা হিসেবে নয়, সহ-চিত্রনাট্যকার হিসেবে বলিউডে অভিষেক হয়েছিলো আদিত্যর। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘পানিপথ’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি।

বিজ্ঞাপন

কিন্তু অন্যান্য তারকাদের মতো পরেশ কিন্তু তার ছেলেকে বলিউড ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেননি। কিন্তু কেনো? সম্প্রতি এক সাক্ষাৎকারে তারই উত্তর দিলেন পরেশ রাওয়াল।

আদিত্য রাওয়াল অভিনীত ‘বামফাড়’ ছবির পোস্টার

পরেশ রাওয়াল জানান, “অতো টাকা নেই আমার কাছে, তার থেকে ও যেভাবে নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছে, কাজ করছে তাতেই আমি খুশি।”

বিজ্ঞাপন

‘পানিপথ’-এ সহ-চিত্রনাট্যকার হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলেও পরে জি-ভাই অরিজিনালস ‘বামফাড়’ ছবিতে অভিনেতা হিসেবে জার্নি শুরু আদিত্যর।


এখানেই শেষ নয়, হাংসাল মেহতার পরিচালনায় একটি অ্যাকশন থ্রিলার ছবিতেও দর্শকদের সামনে উপস্থিত হবেন পরেশ পুত্র।