দাম্পত্যের ১১ বছর পূর্ণ করলেন ফারুকী-তিশা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী

দাম্পত্যের ১১ বছর পূর্ণ করলেন জনপ্রিয় তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। আজ (১৬ জুলাই) তাদের ১১তম বিবাহবার্ষিকী।


বিশেষ এই দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) ঠিক রাত ১২টায় কেক কেটেছেন এই তারকা দম্পতি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিশা-ফারুকী।

বিজ্ঞাপন

শেয়ার করা ছবির ক্যাপশনে ফারুকী লিখেছেন, “লেডিস অ্যান্ড জেন্টালম্যান, এই আশ্চর্য আত্মার সঙ্গে ১১ বছর কেটে গেলো! জীবন নামে এই যাত্রায় আপনাকে আমার পাশে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি! শুভ বিবাহবার্ষিকী, তিসকু!”

ফারুকীর শেয়ার করা ছবিগুলো ফেসবুকে দিয়ে ক্যাপশনে তিশা লিখেছেন, “লেডিস অ্যান্ড জেন্টালম্যান, এই বড় বাচ্চাটির সঙ্গে ১১ বছর কেটে গেছে! আমি আপনাকে আপনার পাশে পেয়েছি বলে ধন্য মনে করি। ঠিক আছে এখন আমি আপনাকে বলি, আমিও একই অনুভব করি! শুভ বিবাহবার্ষিকী, সরো।”


ভালোবেসে ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।