জানতে চান জয়ার গ্ল্যামারাস ঘরের গল্প?

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়া আহসান

জয়া আহসান

এপার-ওপার দুই বাঙলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দুই বাঙলাতেই বাজিমাত করেছেন এই অভিনেত্রী।


শুধু জয়া আহসানের অভিনয় নয়, তার সৌন্দর্যও হার মানায় সকলকে। এখনও রূপের জাঁদুতে টেক্কা দিতে পারেন যে কোনো নিউকামারদের।

বিজ্ঞাপন

রূপই নয়, ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন জয়া আহসান। যার ঝলক প্রায় সময়ই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে দেখিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তবে শুধু নিজের সৌন্দর্য বা ফিটনেস নিয়েই নয়, নিজের ঘরের গ্ল্যামার নিয়েও বেশ সচেতন জয়া আসহান। তবে এই অভিনেত্রীর গ্ল্যামারাস ঘরের গল্প কী সেটি জানতে চান? সম্প্রতি এমনটাই প্রশ্ন ভক্তদের কাছে ছুড়ে দিয়েছেন জয়া।

বুধবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান। যেখানে দেখা যাচ্ছে, একটি ড্রেসিং টেবিলের সামনে বসে রয়েছেন তিনি।


শেয়ার করা সেই ছবিটির ক্যাপশনেই জয়া লিখেছেন, জানতে চান আমার গ্ল্যামারাস ঘরের গল্প?

জয়া আহসানের শেয়ার করা ছবিটিতে লাইক পড়েছে ১৪ হাজারের বেশি। এতে কমেন্ট করেছেন আড়াই হাজার মানুষ। যাদের মধ্যে অনেকেই বলছেন এটি পেইন্টের বিজ্ঞাপন।