‘মিস ইউ রাজি’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজ কৌশল ও মন্দিরা বেদী

রাজ কৌশল ও মন্দিরা বেদী

ভালোবেসে ১৯৯৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক-প্রযোজক রাজ কৌশল ও অভিনেত্রী মন্দিরা বেদী। দাম্পত্য জীবনের ২২টি বসন্ত একসঙ্গে কাটিয়েছেন তারা।

কিন্তু গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৯ বছরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজ কৌশল।

বিজ্ঞাপন

ভালোবাসার মানুষটিকে হারিয়ে একদম একা হয়ে পড়েছেন মন্দিরা বেদী। প্রতিটি মুহূর্তে স্বামীর নামটিই জপছেন মন্দিরা।

মন্দিরা বেদীর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন মন্দিরা বেদী। যেখানে দেখা যাচ্ছে, একটি কাগজের ওপর স্বামী নামটি লিখেছেন তিনি।

বিজ্ঞাপন

ছবিটির ক্যাপশনে মন্দিরা বেদী লিখেছেন, “মিস ইউ রাজি।”

ছবিটির নিচে মন্তব্য করেছেন বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা। অভিনেতা আশিষ চৌধুরী লিখেছেন, “আমাদের রাজি।” আরও মন্তব্য করেছেন মন্দিরীর ঘনিষ্ঠ বন্ধু মৌনি রয়, অর্জুন বিজলানি ও আশকা গারোদিয়া।


এর আগে গত ৫ জুলাই স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছিলেন মন্দিরা বেদী। যার ক্যাপশনে তিনি হৃদয় ভাঙা ইমোজি দিয়েছিলেন।

২০১১ সালে মন্দিরা-রাজ দম্পতির ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান বীর। এরপর ২০২০ সালে একটি কন্যা দত্তক নিয়েছিলেন তারা। নাম রেখেছেন তারা বেদী কৌশল।