গুরুর ‘মুনওয়াক’, শিষ্য মুগ্ধ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হৃতিক রোশন ও টাইগার শ্রফ

হৃতিক রোশন ও টাইগার শ্রফ

নাচতে ভালোবাসেন হৃতিক রোশন, এ কথা কারও অজানা নয়। তাইতো যখন যেখানে সুযোগ পান সেখানেই দুই একটা নাচের স্ট্রেপ দিয়েই ফেলেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও শেয়ার করেছেন হৃতিক রোশন। যেখানে বলিউডের এই সুপারস্টারকে প্রয়াত সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের সিগনেচার স্টেপ ‘মুনওয়াক’ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ভিডিওটির ক্যাপশনে হৃতিক রোশন লিখেছেন, মঙ্গলবার আমি সেসব মানুষদের আশেপাশে থাকতে পছন্দ করি যারা কোনো কারণ ছাড়াই নাচেন।

বিজ্ঞাপন

ভিডিওটি শেয়ারের পর থেকেই ভক্তদের থেকে প্রশংসা পেতে শুরু করেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা। শুধু হৃতিকের ভক্তরাই নয়, তার শিষ্য বলিউড অভিনেতা টাইগার শ্রফও মন্তব্য করেছেন সেই ভিডিওর নিচে।

নাচের এই ভিডিওটি শেয়ার আগে আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন হৃতিক রোশন। যেখানে দেখা গেছে, নিজের অভিনীত ‘কোই মিল গায়া’ ছবি জাদু গানটি বিহারি ভাষায় গাইছেন তিনি।

দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশন

হৃতিক রোশন এখন ব্যস্ত রয়েছেন ‘ফাইটার’ ছবির কাজ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এবারই প্রথম জুটিবদ্ধ হলেন তারা।