‘সুপার থার্টি’র দুই বছর, বিহারি ভাষায় হৃতিকের গান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হৃতিক রোশন

হৃতিক রোশন

বলিউডের গ্রিক দেবতা বলা হয় তাকে। বিশ্বের সুদর্শন পুরুষদের একজন তিনি। তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি নাচেনও দুর্দান্ত। পাশাপাশি ভালো গানও যে গাইতে পারেন তার প্রমাণও দিয়েছেন দুই একবার। কথা হচ্ছে- সুপারস্টার হৃতিক রোশনকে নিয়ে।

হৃতিকের এতো এতো গুণের কথা সকলের জানা থাকলেও সম্প্রতি তার আরও একটি গুণ সামনে এসেছে। আর সেটি হলো- এই তারকা যে বিহারি ভাষাতেও সুন্দর করে গান গাইতে পারেন।

বিজ্ঞাপন

সম্প্রতি, নিজের একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হৃতিক রোশন। যেখানে অবিন্যস্ত চুল, সাদাসিধা পোশাক এবং রোদে পোড়া তামাটে গায়ের রঙে দেখা গেছে হৃতিক ভ্যানিটি ভ্যানের মধ্যে পায়চারি করার ফাঁকে হঠাৎই গুনগুন করে গেয়ে উঠলেন ‘জাদু’ গানটি। কিছুক্ষণ গাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলেন তার এক সহকর্মী তাকে ভিডিও করেছেন।

 

বিজ্ঞাপন

এরপর হৃতিক বিহারি উচ্চারণে বলে ওঠেন, “এই দ্যাখো, এভাবে রেকর্ড করে তো কোনও মজাই নেই বরং এই গানটি বিহারি উচ্চারণে গাইছি, সেটা রেকর্ড করা হোক।”

সম্প্রতি দুই বছর পূর্ণ করেছে হৃতিক অভিনীত ‘সুপার থার্টি’ ছবিটি। সেই উপলক্ষেই এই ভিডিওটি শেয়ার করেছেন হৃতিক রোশন।

হৃতিক রোশন এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘ফাইটার’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে হৃতিক রোশনকে।