শুটিং ব্রেকে ব্যাট হাতে সৃজিত

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সৃজিত মুখার্জি

সৃজিত মুখার্জি

‘এক্স=প্রেম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সৃজিত মুখার্জি। আর সেই ছবির সেটেই একটু অন্য মেজাজে দেখা মিললো কলকাতার জনপ্রিয় এই পরিচালককে। কাজের ফাঁকে ক্রিকেটে মন দিলেন তিনি।

ক্রিকেট খেলার একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন সৃজিত মুখার্জি। যেখানে দেখা যাচ্ছে, মাথায় হেলমেট, পায়ে ক্রিকেট প্যাড পরে ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন এই নির্মাতা।

বিজ্ঞাপন

ছবিটির ক্যাপশনে সৃজিত মুখার্জি লিখেছেন, “শুটিং বিরতির সময় কিছুটা কড়া নাড়ছে।”

বেশ কিছুদিন আগেই ‘অতি উত্তম’ ছবির শুটিং শেষ করেছেন সৃজিত মুখার্জি। চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। আপাতত এই নির্মাতা ব্যস্ত ‘এক্স=প্রেম’ নিয়ে। এতে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত এবং শ্রুতি দাসকে।

এদিকে, ভারতের সর্বকালের অন্যতম সেরা নারী ক্রিকেটার মিতালি রাজের বহু প্রতীক্ষিত বায়োপিকও রয়েছে সৃজিতের ঝুলিতে। ‘সাবাশ মিঠু’ ছবিটিও পরিচালনা করবেন তিনি।