যে নামে দ্বিতীয় ছেলেকে ডাকেন সাইফ-কারিনা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দুই ছেলে

সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দুই ছেলে

গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতি। ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কারিনা।

তবে দ্বিতীয় পুত্রের জন্মের পর দুই একবার তার ঝলক দেখালেও তার সম্পূর্ণ মুখটি এখনও দেখাননি এই তারকা দম্পতি। সদ্যোজাতকে ক্যামেরার ফ্ল্যাশলাইট থেকে যতোটা সম্ভব দূরেই রেখেছেন তারা। এমনকি ছোট নবাবেব নামটিও জানাননি তারা।

বিজ্ঞাপন

তবে সাইফিনার দ্বিতীয় সন্তানের নাম কি রেখেছেন? সেই নিয়ে নেটিজেনদের কৌতুহলের শেষ নেই।

দুই ছেলের সঙ্গে সাইফ আলি খান

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে, সাইফ-কারিনা তাদের দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন ‘জেহ আলি খান’। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

জানা গেছে- ল্যাটিন ভাষায় ‘জেহ’ নামের অর্থ ‘নীল পাখাওয়ালা পাখি’। পার্সি ভাষায় এটা জনপ্রিয় নাম। এর অর্থ ‘নিয়ে আসা’।

দ্বিতীয় ছেলের সঙ্গে কারিনা কাপুর খান

অন্যদিকে শোনা যায়, ছোট ছেলেকে তারা মনসুর বলেও ডাকেন। সাইফ আলি খানের বাবার নাম মনসুর আলি খান পতৌদি।