প্রতারক সালমান!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সালমান খান

সালমান খান

প্রতারণার অভিযোগ উঠলো সালমান খানের বিরুদ্ধে। বলিউডের এই সুপারস্টারের পাশাপাশি তার বোন আলভিরা-সহ আরও ৬ জনের বিরুদ্ধেও একই অভিযোগ উঠছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- আগামী ১৩ জুলাই চণ্ডীগড় থানায় তলব করা হয়েছে তাদের সকলকে।

বিজ্ঞাপন

অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী সালমান-আলভিরাসহ ওই ৬ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন।

অরুণ গুপ্তার দাবি, ২০১৮ সালে প্রায় ২-৩ কোটি টাকা খরচ করে ‘বিইয়িং হিউম্যান’-এর একটি এক্সক্লুসিভ স্টোর খোলেন অরুণ গুপ্তা। সংস্থার তরফে ওই শোরুমটির প্রোমোশন এবং জিনিসপত্র সম্পর্কে ক্রেতাদের বোঝানোর জন্য কর্মীও দেওয়া হবে বলেই অরুণকে আশ্বাস দেওয়া হয়েছিলো।

বিজ্ঞাপন

তবে শোরুমে কোনো সামগ্রী পৌঁছানো হয়নি। কর্মী সরবরাহও করা হয়নি। বারবার সংস্থার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে ২০২০ সালে ওই এক্সক্লুসিভ স্টোরটি তিনি বন্ধ করে দেন। যার ফলে মোটা অঙ্কের টাকা লোকসান হয়েছে তার। আর এ কারণেই তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগটি দায়ের করা হয়েছে।