আইসিইউতে দিলীপ কুমার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দিলীপ কুমার

দিলীপ কুমার

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৬ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো দিলীপ কুমারকে। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে ১১ জুন বাড়ি ফিরেছিলেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা।

কিন্তু খাবার খবর হলো- হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১৮ দিনের মাথায় ফের একই কারণে হাসপাতালে ভর্তি হলেন দিলীপ কুমার।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগাম সুরক্ষার কথা ভেবেই আইসিইউতে রাখা হয়েছে ৯৮ বছর বয়সী এই অভিনেতাকে।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন দিলীপ কুমার। যার কারণে এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো বর্ষীয়ান এই অভিনেতাকে।

দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি।

ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র। সবশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।

১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। ২০১৬ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার।