‘ডিডিএলজে’র জন্য চারবার অডিশন দিয়েও বাদ পড়েছিলেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খান

শাহরুখ খান

‘দিল তো পাগল হ্যায়’, ‘মোহাব্বাতে’, ‘বীর জারা’, ‘জাব তাক হ্যায় জান’সহ অসংখ্য রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান। কিন্তু বলিউডের এই অভিনেতার নামের সঙ্গে ‘কিং অব রোম্যান্স’ তকমাটি জুড়ে দিতে সাহায্য করেছে তার অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে) ছবিটি।

যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিটি শুধু শাহরুখ খানকে ‘কিং অব রোমান্স’-এর তকমা জুড়ে দেয়নি, বলিউড ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা ছবি হিসেবেও ধরা হয়ে থাকে ‘ডিডিএলজে’কে।

বিজ্ঞাপন

এমনকি ছবিটি মুক্তির ২৬ বছর হতে চললেও এখনও মুম্বাইয়ের মারাঠা মন্দির থিয়েটারে প্রদর্শীত হয় ছবিটি।

শাহরুখ খান

কিন্তু জানেন কী এই ছবির জন্য একবার বা দু’বার নয়, চারবার অডিশন দিয়েছিলেন শাহরুখ খান। আর চারবারই বাদ দেওয়া হয়েছিলো তাকে। পঞ্চমবারে গিয়ে তাকে হ্যাঁ বলেন নির্মাতারা।

বিজ্ঞাপন

‘ডিডিএলজে’ থেকে শাহরুখ খানকে বারবার বাদ দেওয়ার কারণ ছিলো, নির্মাতাদের মনে হয়েছিলো বলিউডের এই অভিনেতার রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য বয়স একটু বেশি। পরে শাহরুখকে ছবিটিতে নেওয়ার জন্য যশরাজ ফিল্মসের কর্ণধর আদিত্য চোপড়াকে রাজি করিয়েছিলেন তার বাবা যশ চোপড়া।

কাজল-শাহরুখ খান

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’তে (ডিডিএলজে) শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন কাজল।