একদিনের মধ্যে করা হয়েছিলো ইয়ামির ওয়েডিং প্ল্যান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বামী আদিত্য ধরের সঙ্গে ইয়ামি গৌতম

স্বামী আদিত্য ধরের সঙ্গে ইয়ামি গৌতম

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গত ৪ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ইয়ামি গৌতম। এই তারকা জুটির বিয়ের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চমকে গিয়েছিলেন তার ভক্তরা।

কিন্তু জানেন কী মাত্র একদিনের মধ্যেই ইয়ামি-আদিত্যর ওয়েডিং প্ল্যান করা হয়েছিলো। সম্প্রতি এই অজানা তথ্য ফাঁস করলেন তাদের ওয়েডিং প্ল্যানার গীতেশ শর্মা।

বিজ্ঞাপন
স্বামী আদিত্য ধরের সঙ্গে ইয়ামি গৌতম

ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গীতেশ বলেন, ইয়ামির বাবা মাত্র একদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা তাদের পরিবারের নিজস্ব পুরোহিতকে আনুষ্ঠানের জন্য নিয়ে এসেছিলেন।

গীতেশ আরও জানান, ইয়ামি-আদিত্য তাদের বিয়ের জন্য কোনো জাঁকজমক কিছু চাননি। প্রকৃতির কোলে সাত পাকে বাঁধা পড়তে চেয়েছিলেন তারা। দু’জনেই খুব সাধারণ ঐতিহ্যবাহী অনুষ্ঠান করে বিয়ে করতে চেয়েছিলেন, যেমনটি তাদের শহরে হয়। হিমাচল প্রদেশের মান্ডিতে অবস্থিত ইয়ামির ফার্মহাউজে হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা।”

বিজ্ঞাপন