দীপিকার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সালমান!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সালমান খানকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন দীপিকা পাড়ুকোন

সালমান খানকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন দীপিকা পাড়ুকোন

বলিউড ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বয়স ৫৫ হলেও এখনও পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তিনি। কেননা ভাইজান নাকি এখনও বিয়ের জন্য প্রস্তুত নন। বহুবার বহু সাক্ষাৎকারে নিজে মুখেই সেই কথা বলেছেন সাল্লু।

কিন্তু জানেন কি বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলরকে লাল গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলি সুন্দরী দীপিকা পাড়ুুকোন। তবে সেই প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছেন সালমান খান।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ২০১৫ সালে ‘তামাশা’ ছবির প্রচারণার জন্য সালমানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’-এ গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপিকা।

দীপিকা পাড়ুকোন

সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে দীপিকা বলেছিলেন, ‘আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন মিস্টার সালমান খান?’

বিজ্ঞাপন

জবাবে সালমান খান বলেছিলেন, যে কেউ তাকে প্রস্তাব দিক না কেন তিনি বিয়ে করবেন না।

এদিকে, সালমান-দীপিকাকে রূপালি পর্দায় একসঙ্গে দেখার জন্য দীর্ঘদিন ধরেই মুখিয়ে রয়েছেন তাদের ভক্তরা। তবে জুটিবদ্ধ হয়ে কাজ না করলেও সালমানের ‘ম্যায় অর মিসেস খান্না’তে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা।

সালমান খান

ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোন।