বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ইভলিন শর্মা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বামী তুষাণের সঙ্গে ইভলিন শর্মা

স্বামী তুষাণের সঙ্গে ইভলিন শর্মা

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা। বাগদত্ত্বা ড. তুষাণ ভিন্দির সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই তারকা।

স্বামী তুষাণের সঙ্গে ইভলিন শর্মা

২০১৯ সালে বাগদান সম্পন্ন হয়েছিলো ইভলিন-তুষাণের। এরপর গত ১৫ মে অষ্ট্রেলিয়ার ব্রিসবানেতে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। যেখানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

বিজ্ঞাপন
ইভলিন শর্মা

জার্মান মডেল ইভলিন শর্মা অভিনয় দুনিয়ায় পা রাখের ২০০৬ সালে আমেরিকান ছবি ‘টার্ন লেফট’র মধ্য দিয়ে। এর ছয় বছর পর অর্থাৎ ২০১২ সালে ‘ফর্ম সিডনি উইথ লাভ’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অয়ন মুখার্জি পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তেও অভিনয় করেছেন তিনি।