বলিউডে পা রাখছেন হাঙ্ক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাঙ্ক মিকেলে মোরোনে

হাঙ্ক মিকেলে মোরোনে

লাখো তরুণীর ক্রাশ তিনি। সৌজন্যে ইরোটিক থ্রিলার ‘৩৬৫ ডেজ’। কথা হচ্ছে- ছবিটির প্রধান অভিনেতা হাঙ্ক মিকেলে মোরোনেকে নিয়ে। গত বছর নেটফ্লিক্সে ছবিটি মুক্তির পর থেকেই সংবাদ শিরোনামে রয়েছেন ইতালির সুদর্শন এই পুরুষ।

নেটফ্লিক্সে ‘৩৬৫ ডেজ’ দেখার পর ভারতীয় নারীদের মনেও জায়গা করে নিয়েছেন হাঙ্ক। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে- হাঙ্ক নাকি শিগগিরই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন। তাও আবার জনপ্রিয় পরিচাল-প্রযোজক করণ জোহরের হাত ধরে।

হাঙ্ক মিকেলে মোরোনে

এদিকে, হাঙ্ক নিজেও একবার এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, ইনস্টাগ্রামে হাঙ্ককে ফলোও করেন করণ জোহর।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, করণ জোহরে টিমের পক্ষ থেকে নাকি ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে হাঙ্কের সঙ্গে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে ধর্মা প্রোডাকশনের আসন্ন ছবিতে দেখা যাবে তাকে।

হাঙ্ক মিকেলে মোরোনে

শুধু অভিনয় নয়, ভালো গানও করেন হাঙ্ক। পাশাপাশি দারুণ ছবিও আঁকেন তিনি।