দীর্ঘ চার বছর ধরে পর্দার আড়ালে রয়েছেন দেবশ্রী রয়। সবশেষ ২০১৭ সালে রূপালি পর্দায় দেখা গিয়েছিলো দেবশ্রীকে। সম্প্রতি ‘সর্বজয়া’ নামের একটি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় ফিরেছেন দেবশ্রী।
চমকপ্রদ তথ্য হলো- ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও ফিরতে যাচ্ছেন দেবশ্রী। এমনটা নিজেই জানালেন ওপার বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
ভারতীয় এক সংবামাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবশ্রী জানান, সম্প্রতি একটি হিন্দি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন দেবশ্রী। তবে ছবির নাম কি, এর পরিচালক কে বা এতে তার সঙ্গে কে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছুই জানাননি তিনি।
হিন্দি ছবির পাশাপাশি আরও দুই তিনটি প্রোজেক্টের কথাবার্তা চলছে বলেও জানান দেবশ্রী।
বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে বিয়েল পিঁড়িতে বসেছেন ভারতের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিয়ের খবর নিশ্চিত করেছেন তিনি। দর্শন একাধারে গায়ক, সুরকার এবং গীতিকার।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে দর্শন ক্যাপশন লিখেছেন, ‘আমার আজীবনের সেরা বন্ধু’। যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যজ্জল মুখে দেখা মিলেছে তার।
ফেসবুক বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘My best friend forever'।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা।
গায়কের বিয়ের খবরে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অবশ্য অবাকও হয়েছেন। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন দর্শন।
দর্শন রাভাল ভারতের জনপ্রিয় গায়ক। তার গাওয়া গানগুলো ‘তুম হি আনা,’ ‘রাতই রহে,’ ‘ভুল জানা’ ইত্যাদি গোটা ভারতে বেশ জনপ্রিয়।
উল্লেখ্য, ২০১৪ সালে দর্শন কর্মজীবন শুরু করেন। রিয়েলিটি শো ইন্ডিয়াস র স্টার-এ অংশগ্রহণ করে প্রথম রানার আপ খেতাব পান। ২০২৩ সাল পর্যন্ত, তিনি হিন্দি, গুজরাটি এবং তেলুগুসহ বিভিন্ন ভাষায় বেশ কয়েকটি জনপ্রিয় গান প্রকাশ করেছেন।
নতুন একটি কাজের অডিশন দিতে যাচ্ছিলেন। কে জানত কোনোদিনই যাওয়া হবে না সেখানে! উল্টো ছাড়তে হবে পৃথিবীর মায়া। এরকমই হয়েছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আমান জয়সওয়ালের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাজের অডিশন দিতে যাচ্ছিলেন আমন।
সেখানে যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় এক ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র। তার শেষকৃত্যের কখন কীভাবে হবে সেই বিষয়ে এখনও কোনও খবর প্রকাশ্যে আসেনি।
‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিক জনপ্রিয়তা এনে দিয়েছিল আমানকে। মাত্র ২২ বছরেই পেয়েছিলেন তুমুল পরিচিতি। দেখতে ছিলেন সুদর্শন, মেজাজে হাসিখুশি। ফলে অল্প সময়ে অনেকের সঙ্গে হয়েছিল বন্ধুত্ব।
আমানের মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে তার শেষ ইনস্টাগ্রাম। আর তার সেই পোস্টের ক্যাপশন দেখে শোকাহত হয়ে পড়েছেন তার ভক্তরা। ২০২৪ সালেল শেষ দিন ৩১ ডিসেম্বর তিনি পোস্টটি করেন। একটি ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন ‘২০২৫-এ পা দিলাম, চোখে অনেক নতুন স্বপ্ন এবং অন্তহীন সম্ভাবনা নিয়ে।’ জীবন থেকে তার এত প্রত্যাশা ছিল।
কত স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছিলেন নতুন বছরের পথ চলা। কিন্তু তারই এমন মর্মান্তিক পরণতি! তাই সবটা নিয়ে অভিনেতার অনুরাগীরা আরও ব্যথিত।
উত্তর প্রদেশের বালিয়া থেকে ক্যারিয়ার গড়তে মুম্বাই এসেছিলেন আমান। পথচলা শুরু করেন মডেল হিসেবে। পরে ধারাবাহিকের মাধ্যমে দর্শকের ঘরের ছেলে হন। আমান অভিনয় জগতে আসার আগে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘ধর্তিপুত্র নন্দিনী’ ছাড়াও তিনি ‘পুণ্যশ্লোক অহিল্যাবাই’-এ ‘যশবন্ত রাও’-এর চরিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়া ‘উদারিয়ান’-এ তিনি কাজ করেছিলেন। অভিনয়ের প্রতি তার নিবেদন এবং আবেগ সকলের কাছে তাকে অল্প সময়েই জনপ্রিয় করে তুলেছিল। তিনি তার কাজের জন্য অনেক প্রশংসা ও সম্মানও অর্জন করেছিলেন।
স্বনামধণ্য অভিনেত্রী, নির্মাতা ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। জানা গেছে, তিনি গতকাল এই দুর্ঘটনার শিকার হয়েছেন। আর আজ (শনিবার) বিকেল সাড়ে তিনটার দিকে নিজের পায়ে ব্যান্ডেজ পরা ছবি দিয়ে তিনি এই খবর জানিয়েছেন ফেসবুক অনুসারীদের।
শাওন নিজেই ব্যাখ্যা করেছেন তার পা ভাঙার পুরো ঘটনা। পাঠকদের জন্য সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-
‘ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ।
বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুম্মার সময়, দুপুর ১টা ৫৫… নিউমার্কেটের ভিতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসুল্লীদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা।
ডান বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’খ্যাত এক ইঞ্জিনচালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে “আআআপুউউউ… সরেএএএন!” বলে ডাক দেয়া আর কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রী ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পা’এর উপর দিয়ে চলে গেল।
টেসলা’র চালককে ধন্যবাদ তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ নানা জ্ঞান গিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষনিক আরাম দিয়েছেন।
আর Arpita, তুই সাথে না থাকলে কিভাবে যে ঐ সময়টুকু সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর উপর ছেড়ে আমি ঢলে পড়েছি আর তুই ঠাণ্ডা মাথায় আমাকে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস, পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিষাদকে সামাল দিচ্ছিস! শুধু মুখে মুখে ‘শাওন মা’ না… তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্ব-ই পালন করে দেখালি। I’m so proud & blessed to be your SHAON MAA…
হাসপাতালের আপডেটঃ পরম করুণময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি। তবে পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে। যে সকল ছালশাবকেরা ব্যান্ডেজ করা পায়ের ছবিতে ‘হা হা’ অনুভূতি দেখিয়েছেন, তাদের আশার গুড়ে বালি!’
শিল্প-সংস্কৃতির কৃতি ব্যক্তিদের সম্মাননা জানাতে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ (সিজন-২)’ অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল (১৭ জানুয়ারি) রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘হলিডে ইন’-এ। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, উদ্যোক্তাসহ ৩০টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হয়।
স্বপ্ননিবাস প্রেজেন্ট ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-২’তে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।
চলচ্চিত্রশিল্পে ২৫ বছর পার করার জন্য সিলভার জুবিলী অ্যাওয়ার্ড পেয়েছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলা। সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য বিশেষ পুরষ্কার পেয়েছেন প্রখ্যাত শিল্পী ফাতেমা তুজ জোহরা, রিজিয়া পারভীন ও রবি চৌধুরী।
এক দশকের সেরা তারকার পুরস্কার পেয়েছেন- মডেলিংয়ে পিয়া জান্নাতুল, আধুনিক গানে ন্যান্সি ও পপ গানে মিলা।
আর বছরের সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন কুসুম শিকদার (শরতের জবা), সেরা নাটকের নির্মাতার পুরস্কার পেয়েছেন মহিদুল মহিম (দ্বিধা)। সেরা সঙ্গীতশিল্পীর পুরস্কার পেয়েছেন আভরাল সাহির (গান: ফিরবো কোথায়)।
চলচ্চিত্রের সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জিয়াউল রোশান (অপারেশন সুন্দরবন) ও মাসুমা রহমান নাবিলা (তুফান)।
নাটকের সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন খায়রুল বাসার (শাস্তি) ও সাবিলা নূর (তুমিহীনা)।
ওয়েব ফিল্মের সেরা অভিনেতা ও অভিনেত্রী হলেন সজল নূর (পাফ ড্যাডি) ও রুনা খান (আন্তঃনগর)।
ওয়েব সিরিজের সেরা অভিনয়শিল্পী আজিজুল হাকিম (দ্য সাইলেন্স) ও মৌসুমী হামিদ (গুটি)।
সেরা নৃত্যশিল্পী আনিকা কবির শখ, সেরা কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সেরা ইভেন্ট অর্গানাইজার শাহরিয়ার স্বপন (বাইফা), সেরা ফটোগ্রাফার দিয়া আহসান, সেরা ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী (ব্র্যান্ড: সানায়া কুটর) ও সেরা নবাগত অভিনয়শিল্পী সেমন্তী সৌমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।