প্রয়াত কিংবদন্তি তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় আর নেই। কিডনি অকেজ হয়ে রোববার (০৪ এপ্রিল) রাত ২টা ৫৫ মিনিটে বিধাননগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
দীপা চট্টোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে পৌলমি বসু। তিনি জানান, শুধু কিডনি সমস্যা নয়, ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন দীপা।
বিজ্ঞাপন
গত নভেম্বরেই পৌলমী হারিয়েছেন তার বাবাকে। তার কথায়, সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দীপা।
১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার।
গত বুধবার বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতকারী। তাদের হামলায় গুরুতর আহত হন অভিনেতা। অস্ত্রোপচারের পর সাইফ এখন আছেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর এবার আলোচনায় সাইফের বোন অভিনেত্রী সোহা আলী খানের বাড়িতে দুষ্কৃতকারীর হানা দেওয়ার ঘটনা। সম্প্রতি সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সোহা।
যদিও ঘটনাটি অতি সম্প্রতি ঘটেনি। ২০১১ সালে সোহা এই ঘটনার মুখোমুখি হয়েছিলেন। মুম্বাইয়ের খারে সোহার অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছিল। সেদিন ছিল কুনাল খেমু ও সোহার ছবির বিশেষ প্রদর্শনী।
দুজনেই সেখানে গিয়েছিলেন। কাজ মিটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন দুজন। এরপর এই তারকা দম্পতি রাতের খাবার খেতে বসেন। কিন্তু সেই সময় হঠাৎ তাদের বারান্দা থেকে নানা রকমের শব্দ আসতে থাকে। কোথা থেকে সেই শব্দ আসছে, তা দেখার জন্য কুনাল বারান্দার দিকে যান। আর সেখানে গিয়েই দেখতে পান, এক ব্যক্তি তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে।
কুনালকে দেখতে পেয়ে অনুপ্রবেশকারী একতলার বারান্দায় পালানোর চেষ্টা করে, কিন্তু তাড়াতাড়ির মধ্যে পায়ে টাল সামলাতে না পেরে পড়ে যান।
কুনাল দ্রুত নিচে ছুটে আসেন, ওই অনুপ্রবেশকারী পালানোর আগেই তাকে ধরে ফেলেন। তারপর তদন্ত শুরু হলে জানা যায় যে ওই ব্যক্তির একটি দীর্ঘ অপরাধমূলক ইতিহাস রয়েছে। এর আগেও বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি করেছে সে।
এদিকে গতকাল রোববার লীলাবতী হাসপাতালে সাইফকে দেখতে গিয়েছিলেন সোহা। পরে তিনি কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। অভিনেত্রী জানান, সাইফ ভালো আছেন। দ্রুত সেরে উঠছেন তিনি।
তিন মাস আগে ভারতের রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি ১৪’-এর মুকুট জয় করেন হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা করণবীর মেহরা। এবার সে দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর বিজয়ী হলেন এই অভিনেতা।
১০৪ দিনের নানা নাটকীয়তা শেষে গতকাল রোববার রাতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে এদিন ৫০ লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি। এই গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন, ভিভিয়ান ডি’সেনা।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুভূতি ব্যক্ত করে করণ বলেন, ‘আমি ভীষণ খুশি। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। আমি কঠিন পরিশ্রম করেছি। এখানে এসে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি।’
ভিভিয়ান ডি’সেনার সঙ্গে করণের লড়াই হয়েছে সেয়ানে–সেয়ানে। ভিভিয়ানকে তিনি বলেন, ‘যখন দুজন মানষ একটা ট্রফির জন্য লড়াই করে, তখন সম্পর্কে একটা তিক্ততা আসবেই। কিন্তু আমার ওকে দেখে হিংসাও হতো। কারণ, ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গেছে। আর এটা আমি শোয়েও বারবার বলেছি। কিন্তু সত্যিই ও খুব ভালো একজন মানুষ। আর সেই কারণে আমি ওকে পছন্দ করি।’
‘বিগ বস ১৮’-এর গ্রান্ড ফিনালের বড় আকর্ষণ ছিলেন বলিউড অভিনেতা আমির খান। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন আমির। এদিন ১৯৯৪ সালের হিট ছবি ‘আন্দাজ আপনা আপনা’র দৃশ্য আবার মঞ্চে ফেরালেন আমির এবং সঞ্চালক সালমান খান। দুই অভিনেতা বাইকে চড়েন, ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে।’
এদিন আমির এসেছিলেন নিজের ছেলে জুনাইদ খানকে সঙ্গে নিয়ে তার আসন্ন সিনেমা ‘লাভইয়াপা’র প্রচারে। আরও ছিলেণ ছবির নায়িকা খুশি কাপুর।
বিজয়ীর নাম ঘোষণার আগে, ‘বিগ বস-১৮’–এর সেরা ছয় ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিকতা শুরু করেন সালমান খান। পরে চূড়ান্ত প্রতিযোগী ও অন্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন।
বাবা হয়েছেন ‘সুপারম্যান’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ৪১ বছর বয়সী অভিনেতা হেনরি ক্যাভিল। তার প্রেমিকা নাটালি ভিসকুসো প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলে পিপল ম্যাগাজিনকে জানিয়েছে একটি সূত্র। তবে সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ সম্পর্কিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের এপ্রিলে ক্যাভিল ঘোষণা করেছিলেন যে, তিনি ও ভিসকুসো তাদের প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন।
তিনি সেই সময় দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার-এর নিউইয়র্ক প্রিমিয়ারে অ্যাক্সেস হলিউডকে বলেছিলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ন্যাটালি ও আমি দুজনেই খুব উচ্ছ্বসিত। আশা করি, এর আরও অনেক কিছু আপনি সামনে দেখতে পাবেন।’
এরপর, ক্যাভিল ফাদার্স ডে-তে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের কাছ থেকে প্রথম সন্তান আসার আগে পিতৃত্বের বিষয়ে পরামর্শ চেয়েছিলেন।
ক্যাভিল ও নাটালি ভিসকুসো তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন ২০২১ সালের এপ্রিলে। তারা তখন একটি দাবা খেলার সময় তোলা ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।
ভিসকুসো সেই পোস্টে লিখেছিলেন, ‘হেনরিকে কিছু দাবা খেলা শেখাচ্ছিলাম... অথবা... হয়তো সে আমাকে জিততে দিয়েছে?’
বছর পাঁচেক ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মেধাবী অভিনেত্রী তমালিকা কর্মকার। গুঞ্জন ছিল যে, সেখানে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তবে কোনোভাবেই সেটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এবার অভিনেত্রী নিজেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন।
আজ (২০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তমালিকা। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে—এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
আজ সকালে ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে তমালিকা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।
তার এই পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় রয়েছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ।
ঘনিষ্ঠদের ভাষ্য মতে, অনেকদিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা এ বিষয়ে জানতেন। তবে এই দম্পতির কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি।
জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর প্রেম থেকে পরিণয়।