সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা আর নেই

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপা চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপা চট্টোপাধ্যায়

প্রয়াত কিংবদন্তি তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় আর নেই। কিডনি অকেজ হয়ে রোববার (০৪ এপ্রিল) রাত ২টা ৫৫ মিনিটে বিধাননগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

দীপা চট্টোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে পৌলমি বসু। তিনি জানান, শুধু কিডনি সমস্যা নয়, ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন দীপা।

বিজ্ঞাপন

গত নভেম্বরেই পৌলমী হারিয়েছেন তার বাবাকে। তার কথায়, সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দীপা।

১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার।

বিজ্ঞাপন