ভেঙে গেলো সাবার প্রেম
প্রেমের সম্পর্কের ইতি টানলেন ‘হিন্দি মিডিয়াম’ ছবির অভিনেত্রী সাবা কামার। শুক্রবার (০২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে প্রেমিক আজিম খানের সঙ্গে তার বিচ্ছেদের ঘোষণা দেন সাবা।
নিজের পোস্টে পাকিস্তানি এই অভিনেত্রী লিখেছেন, “একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাই আমি। ব্যক্তিগত কিছু কারণে আজিম খানের সঙ্গে আমি আর থাকছি না। ফলে আমাদের বিয়ে আর হচ্ছে না।”
যোগ করে সাবা আরও লিখেছেন, “আশা করছি আপনারা সকলেই আমার এই সিদ্ধান্ত মেনে নিয়ে আমাকে সহযোগিতা করবেন, ঠিক যেমনটা সবসময় করে এসেছেন।”
আজিমের সঙ্গে সাবার কখনও দেখা হয়নি। এ প্রসঙ্গে নিজের পোস্টে তিনি লিখেছেন, “আমি আরও একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। আজিমের সঙ্গে সরাসরি আমার কখনও দেখা হয়নি। আমাদের ফোনে কথা হতো শুধু। এই সময়টি আমার জন্য কঠিন। তবে ইনশাআল্লাহ খুব দ্রুত অতিক্রম করে ফেলতে পারবো।”
অন্যদিকে, সাবার পোস্টটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে আজিম লিখেছেন, “সাবা তুমি সারাবিশ্বের সকল সুখ পাওয়ার অধিকারী। ঈশ্বর তোমার মঙ্গল করুক এবং সফলতা বয়ে আনুক। আর কঠিন রাস্তা প্রায়শই সুন্দর গন্তব্যে নিয়ে যায়।”