টিকা নেওয়ার ১৮ দিন পর করোনা আক্রান্ত পরেশ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরেশ রাওয়াল

পরেশ রাওয়াল

বলিউড অভিনেতা পরেশ রাওয়াল গত ৯ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। তার ১৮ দিন পরই করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের বর্ষীয়ান এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পরেশ রাওয়াল।

বিজ্ঞাপন

শেয়ার করা পোস্টে পরেশ রাওয়াল লিখেছেন, “দুর্ভাগ্যবশত, আমি করোনায় আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে আমার কাছাকাছি যারা এসেছেন, প্রত্যেকে দয়া করে কোভিড পরীক্ষা করান।”

গত ৯ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ছবি পোস্ট করেছিলেন পরেশ রাওয়াল। ভিকট্রি সাইন দেখিয়ে ক্যাপশনে ৬৫ বছরের বলিউড অভিনেতা লিখেছিলেন, “ভি মানে ভ্যাকসিন! দেশের সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিজ্ঞানীদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নরেন্দ্র মোদি।”

বিজ্ঞাপন