সামান্থার চোখে সবেচেয়ে প্রতিভাবান অভিনেত্রী কঙ্গনা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সামান্থা আক্কিনেনি ও কঙ্গনা রনৌত

সামান্থা আক্কিনেনি ও কঙ্গনা রনৌত

সম্প্রতি প্রকাশ পেয়েছে কঙ্গনা রনৌত অভিনীত ‘থালাইভি’ ছবির ট্রেলার। যেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন কঙ্গনা।

‘থালাইভি’ ট্রেলার দেখার পরই কঙ্গনায় মুগ্ধ হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কঙ্গনা রনৌতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সামান্থা লিখেছেন, “দারুণ হয়েছে ‘থালাইভি’র ট্রেলার। কঙ্গনা রনৌত তুমি এই প্রজন্মের সবেচেয়ে সাহসী এবং নির্বিচারে সব থেকে প্রতিভাবান অভিনেত্রী। বিজয় স্যার রোমহর্ষক অনুভূতি। থিয়েটারে কি ম্যাজিক দেখবো, তার জন্য অপেক্ষায় রয়েছি।”

শুধু সামান্থা নয়, অভিনেত্রী জুহি চাওলাকেও কঙ্গনার প্রশংসা করতে দেখা যায়। তিনি টুইট করে লিখেছেন, “কঙ্গনা তুমি একজন দারুণ অভিনেত্রী... পাগলকরা, নির্ভীক, উদ্বিগ্ন, প্রতিভাবান মেয়ে!!! অনেক অনেক অভিনন্দন!!! তুমি তোমার সীমাহীন সৃজনশীল সম্ভাবনার ইতিবাচক দিকটি ব্যবহার করতে জানো!!! শুভ জন্মদিন।”

বিজ্ঞাপন