প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় পাওয়া যাবে টাকিলা গোলগাপ্পা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিয়াঙ্কার রেস্তোরাঁর টাকিলা গোলগাপ্পা

প্রিয়াঙ্কার রেস্তোরাঁর টাকিলা গোলগাপ্পা

সূদূর মার্কিন মুলুকে ভারতীয় খাবারের স্বাদ নিয়ে হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ। শিগগিরই খুলতে চলেছে বলিউডের এই অভিনেত্রীর রেস্তোরাঁ ‘সোনা’র দরজা।

প্রিয়াঙ্কার রেস্তোরাঁর অন্দরমহল

ইতিমধ্যেই প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় গিয়ে ঘুরে এসেছেন জো ড্যানিয়েল জোনাস এবং তার বোন। দু’জনে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন।

বিজ্ঞাপন
প্রিয়াঙ্কার রেস্তোরাঁর অন্দরমহল

এছাড়াও রেস্তোরাঁতে আসা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবারের মেনুর ছবি শেয়ার করেছেন। যেখানে ম্যাঙ্গো প্যাশন শরবত, সোনা চকটেল গেটক্স, টাকিলা ভর্তি গোলগাপ্পা, ক্রাব পুরি এবং কেভিয়ার, কোকোনাট চাটনিসহ একাধিক সুস্বাদু খাবারের ছবি দেখা গেছে।

প্রিয়াঙ্কার রেস্তোরাঁর অন্দরমহল

শুধু প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠরা নয়, ফুড ব্লগাররাও অভিনেত্রীর রেস্তোরাঁর খাবারের রিভিউ শেয়ার করেছেন।

বিজ্ঞাপন
প্রিয়াঙ্কার রেস্তোরাঁর অন্দরমহল

প্রিয়াঙ্কার রেস্তোরাঁর খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে টাকিলা ভর্তি গোলগাপ্পা। কেননা ভারতীয়দের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম এটি। তবে মার্কিনিদের রসনাতৃপ্তির কথা মাথায় রেখে এতে আনা হয়েছে নতুনত্ব।

প্রিয়াঙ্কার রেস্তোরাঁর অন্দরমহল

অসম্ভব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা এই রেস্তোরাঁটি মূলত প্রিয়াঙ্কা ও তার বন্ধু মণীশ গোয়েলের যৌথ উদ্যোগেই তৈরি করা হয়েছে।