অপি করিমের পিতৃবিয়োগ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবার সঙ্গে অপি করিম

বাবার সঙ্গে অপি করিম

বাবা হারালেন অভিনেত্রী অপি করিম। বৃহস্পতিবার (২৫ মার্চ) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অপির বাবা সৈয়দ আব্দুল করিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “গত বছর অপি আপুর জন্মদিনে যখন উইশ করে জিজ্ঞেস করি, কি চান? অপি আপু একটি কথাই বলেছিলেন, দোয়া করিস, আব্বা আম্মাকে যেন খুব শিগগিরই জড়িয়ে ধরতে পারি। করোনার কারণে কতোদিন দেখতে যেতে পারি না, ছুঁয়ে দেখতে পারিনা, এ যে কী কষ্ট.... গত ২৮ ফেব্রুয়ারি অপি আপুর বাসায় গিয়েছিলাম আমি, তারিন আপু, ঈশিতা আপু, শ্রাবন্তী আপু। সেদিন-ও কী মায়াভরা কণ্ঠে চাচা স্মৃতি রোমন্থন করছিলেন, কবে আমার সাথে তার প্রথম দেখা...এখন কিভাবে সময় কাটছে...নাতনীকে কাছে পেয়ে কতটা খুশি তিনি... চাচা (৭৫ বছর বয়সে) আজ চলে গেলেন। ওপারে। যদিও সবাই আমরা যাবো এক এক করে। তবে যারা আমাদের মনে ছাপ রেখে গেছেন, তাদের জন্য মন থেকে তো দোয়া করতে পারি...।”

বিজ্ঞাপন

রুম্মান রশিদ খান আরও জানান, আজ আজিমপুর মসজিদে জানাজার পর বাদ জোহর আজিমপুর কবরস্থানেই সৈয়দ আব্দুল করিমকে দাফন করা হবে।