ন্যাড়াদের নিয়ে অনুপমের গান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনুপম খের

অনুপম খের

মাথায় চুল না থাকার যে কী জ্বালা, তা ভালো করেই জানেন অনুপম খের। যদিও বা মাথায় চুল না থাকার কারণেই মহেশ ভাট পরিচালিত ‘সারাংশ’ (১৯৮৪) ছবিতে কাজ করার সুযোগটি পেয়েছিলেন তিনি।

চমকপ্রদ তথ্য হলো এবার ন্যাড়ার এই জ্বালাকে কমেডিতে পরিণত করেছেন ৬৬ বছর বয়সী এই তারকা।

বিজ্ঞাপন

সম্প্রতি ন্যাড়াদের নিয়ে একটি গান তৈরি করেছেন অনুপম খের। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই গানটি নিজে গেয়ে শুনিয়েছে বর্ষীয়ান এই তারকা।

বিমল রায়ের প্রযোজনায় ছয়ের দশকে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘কাবুলিওয়ালা’ তৈরি করেছিলেন পরিচালক হেমেন গুপ্ত। ছবিতে কাবুলিওয়ালা হয়েছিলেন প্রখ্যাত অভিনেতা বলরাজ সাহনি। তার জন্য ‘অ্যায় মেরে প্যায়ারে বাতান’ গানটি গেয়েছিলেন মান্না দে। সেই গানটিকে নকল করেই ন্যাড়াদের জন্য নতুন এই গানটি তৈরি করেছেন অনুপম খের।

বিজ্ঞাপন

গানে অকালে চুল পড়ে যাওয়া মানুষদের বেদনার কথা তুলে ধরেছেন তিনি। তবে নিজের ন্যাড়া মাথা নিয়ে বেশ খুশি বলেই জানান অভিনেতা।