বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মৌনি রয়

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মৌনি রয়

মৌনি রয়

সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মৌনি রয়! এরইমধ্যে হবু জামাই এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছেন মৌনির মা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে দুই পরিবারের সেই মিলনমেলার ছবিও শেয়ার করেছেন মৌনি।

সুরজ নাম্বিয়া ও মায়ের সঙ্গে মৌনি রয়

দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মৌনি রয়। লকডাউনে বোন-দুলাভাই এবং তাদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন এই বলি সুন্দরী।

বিজ্ঞাপন

যদিও সুরজকে প্রথমে বন্ধু বলেই পরিচয় দিয়েছিলেন মৌনি। তবে মাস খানেক আগে সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে, সুরজের বাবা-মাকে মম ও ড্যাড বলে সম্বোধন করতে শোনা যায় মৌনিকে।