করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, “আমি কোভিড-১৯ আক্রান্ত। তবে সকলকে জানাতে চাই আমি ঠিক আছি। তেমন কোনও অসুবিধা হচ্ছে না। শরীরে করোনার কোনও উপসর্গও নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে ও কোভিড প্রোটোকল মেনেই চলছি। এখন আমি সিঙ্গাপুরে। এখানেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।”

বিজ্ঞাপন

এরপর তিনি আরও জানান, “প্রত্যেককে শান্ত ও সুরক্ষিত থাকার অনুরোধ জানাচ্ছি। আমার বাড়ির সব সদস্য ও কর্মচারীরা ভালো আছেন। আপনাদের শুভকামনার জন্য হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রিয় অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার কথা শুনে মন খারাপ অনুরাগীদের। তার দ্রুত আরোগ্য কামনা করছেন প্রত্যেকেই।

বিজ্ঞাপন