বাফটায় সেরা অভিনেতার মনোনয়ন পেলেন আদর্শ
ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) এর জুরির বিচারে ‘দ্য হোয়াইট টাইগার’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেলেন অভিনেতা আদর্শ গৌরব।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- মঙ্গরবার (০৯ মার্চ) মুম্বাইয়ে জিমে কসরত করছিলেন গৌরব যখন তিনি এই খবর পান। তার কথায়, অবিশ্বাস্য অনুভুতি এটি।
বাফটায় সেরা অভিনেতার দৌঁড়ে আদর্শ গৌরবের সঙ্গে মনোনয়ন পেয়েছেন রিজ আহমেদ (সাউন্ড অফ মেটাল), প্রয়াত চ্যাডউইক বোসম্যান, ম্যাডস মিকেলসন, অ্যান্থনি হপকিনস ও তাহার রহিম।
অরবিন্দ আদিগার বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর্শ গৌরব।
গত ১৩ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি। যেখানে তার পাশাপাশি দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাওকে। অভিনয়ের পাশাপাশি এর এক্সিকিউটিভ প্রোডিউসার ছিলেন প্রিয়াঙ্কা।
নিজের প্রযোজিত ছবির জন্য আদর্শ গৌরব মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, “দ্য হোয়াইট টাইগার’ ছবির সবাই ভারতীয় ছিলো এবং তারা এতো বড় একটি অ্যাওয়ার্ডে নমিনেশন পেলো, প্রযোজক হিসেবে এটি খুব আমার জন্য গর্বের।”
‘দ্য হোয়াইট টাইগার’ এর আগে ‘মাই নেম ইজ খান’ ও ‘মম’ ছবিতে অভিনয় করেছেন আদর্শ গৌরব।