বাবা-মায়ের কবর জিয়ারত করলেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা-মায়ের কবর জিয়ারত করছেন শাহরুখ খান

বাবা-মায়ের কবর জিয়ারত করছেন শাহরুখ খান

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ খান। বেশ কিছুদিন আগেই মুম্বাইয়ে শুরু হয়েছে ছবিটির শুটিং।

মুম্বাইয়ে ‘পাঠান’-এর প্রথম ভাগের কাজ শেষ করে সম্প্রতি ছবিটির শুটিংয়ের জন্য দিল্লিতে গিয়েছেন কিং খান। নিজের হোমটাউনে গেলে একটি কাজ করতে কখনও ভোলেন না বলিউডের এই সুপারস্টার। আর সেটি হলো- তার বাবা-মায়ের কবর জিয়ারত করা।

বিজ্ঞাপন

‘পাঠান’-এর শুটিং নিয়ে ব্যস্ত থাকার পরও তার মধ্যে থেকে রোববার (০৭ মার্চ) ফাঁকা সময় বের করে বাবা-মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন শাহরুখ খান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তার রীতিমতো ভাইরাল।

এদিন সাদা শার্ট, কালো প্যান্টে দেখা গেছে শাহরুখকে। রীতি মেনে রুমাল দিয়ে মাথা ঢেকেছিলেন তিনি। কবরে মাথা ঠেকিয়ে বাবা-মায়ের আর্শীবাদ নিয়েছেন তিনি। 

ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৮১ সালে মারা যান শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মদ খান। এর ১০ বছর পর অর্থাৎ ১৯৯১ সালে না ফেরার দেশে পাড়ি জমান শাহরুখের মা লতিফ ফতিমা খান।

বিজ্ঞাপন