সাদা-কালোতে অনন্য অনন্যা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হরহামেশাই দেখা যায় তারকাদের নানা ধরনের ফটোশুট।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

বিজ্ঞাপন

অনন্যার সাদা-কালো ফটোশুটের ছবিগুলো তুলেছেন ভারতের জনপ্রিয় ফটোগ্রফার ডাব্বু রত্নানি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে অনন্যার সেই ফটোশুটের ছবিগুলো শেয়ার করেছেন ডাব্বু। যেখানে কালো রঙের স্পোর্টস ব্র ও শর্টস পরেছিলেন অনন্যা। সেই সঙ্গে ছিলো সিলভার রঙের জ্যাকেট।

বিজ্ঞাপন

সাদা-কালো এই ফটোশুটে যেনো অনন্য হয়ে উঠেছেন অনন্যা।