২২ বছর পর...

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সঞ্জয়লীলা বানসালি ও অজয় দেবগণ

সঞ্জয়লীলা বানসালি ও অজয় দেবগণ

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, এ বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম এটি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে আলিয়া ভাট অভিনীত ছবিটির টিজার। যা দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। সেই সঙ্গে ছবিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বলিউড ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারাও।

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে আলিয়া ভাটের পাশাপাশি দেখা যাবে অজয় দেবগণকে। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের এই অভিনেতা। আজ থেকে ছবিটির শুটিং শুরু করেছেন অজয়।

বিজ্ঞাপন

চমকপ্রদ তথ্য হলো- সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর ফের জুটি বাঁধলেন সঞ্জয়-অজয়।

সবশেষ বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’-এ (১৯৯৯) অভিনয় করেছেন অজয় দেবগণ।

বিজ্ঞাপন