রাখির মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান খান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সালমান খান ও মা জয়ার সঙ্গে রাখি সাওয়ান্ত

সালমান খান ও মা জয়ার সঙ্গে রাখি সাওয়ান্ত

সালমান খানের উদার মনের কথা কারও অজানা নয়। যখনই কারও অসুবিধা দেখেন তার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন বলিউডের এই সুপারস্টার।

‘বিগ বস’র ঘর থেকে বেরিয়ে রাখি জানান, আমার মায়ের জন্য দয়া করে প্রার্থনা করুন। তার ক্যানসারের চিকিৎসা চলছে। বিকাশ গুপ্তা, অঙ্কিতা লোখান্ডে, রেশমি দেশাই, কবিতা কৌশিক, দেবলীনা ভট্টাচার্য- সকলেই রাখির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন। আপাতত হাসপাতালে মায়ের সঙ্গেই রয়েছেন রাখি।

বিজ্ঞাপন

এবার ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্তের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন ভাইজান। এজন্য হাসপাতালের বিছানায় শুয়েই এক ভিডিও বার্তায় সালমান খান এবং সোহেল খানকে ধন্যবাদ দিলেন রাখির মা জয়া।

কান্নাভেজা গলায় তাকে বলতে শোনা গেলো, সালমান জি… ধন্যবাদ। সোহেলজি আপনাকেও অসংখ্য ধন্যবাদ….এখন আমার ক্যামো চলছে, আমি আপতত হাসপাতালে আছি, দুটো ক্যামো হয়েছে, দুটো বাকি রয়েছে। এরপর অপারেশন হবে। সালমানজি আপনাকে ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনাদের সকল ইচ্ছা পূরণ করুক।