শ্রাবন্তীর ক্রাশ শহিদ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রাবন্তী ও শহিদ কাপুর

শ্রাবন্তী ও শহিদ কাপুর

লাখো পুরুষের ক্রাশ শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু জানেন কী ওপার বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রীর একজন ক্রাশ রয়েছেন? সম্প্রতি নিজেই ফাঁস করলেন নিজের ক্রাশের কথা।

অভিনেতা শহিদ কাপুরই নাকি শ্রাবন্তীর ক্রাশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শহিদের জন্মদিনে এমনটাই জানিয়েছেন শ্রাবন্তী।

বিজ্ঞাপন

এদিন টুইটারে শ্রাবন্তী শাহিদের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার সবসময়ের ক্রাশ শহিদ কাপুর, অনেক ভালোবাসা।’

শ্রাবন্তীর এই প্রেমেমাখা বার্তার জবাব দিতে ভোলেননি শহিদ কাপুর। শ্রাবন্তীর পোস্টের কমেন্ট বক্সে বলিউডের এই অভিনেতা লেখেন, ‘ধন্যবাদ’, সঙ্গে দুটি হার্টের ইমোজি জুড়ে দেন শহিদ।

শ্রাবন্তী এখন ব্যস্ত নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘দুজনে’ নিয়ে। এছাড়াও উত্তম কুমারের আসন্ন বায়োপিকে গৌরী দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।