নুসরাতকে ডিভোর্স নোটিস পাঠালেন নিখিল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নুসরাত জাহান ও নিখিল জৈন

নুসরাত জাহান ও নিখিল জৈন

গত বছর থেকেই শোনা যাচ্ছিলো নুসরাত জাহান-নিখিল জৈনের সম্পর্ক ভাঙনের মুখে পড়েছে। কেননা অক্টোবরের পর থেকে নিখিলের ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরাতের সঙ্গে তার কোনও ছবি দেখা যায়নি। প্রায় একই পরিস্থিতি নুসরাতের প্রোফাইলেরও।

এমনকী, নিখিলের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন না এই অভিনেত্রী-সাংসদ। ব্যক্তিগত কারণেই তারা আলাদা থাকছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নুসরাত।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, স্ত্রী নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন নিখিল জৈন।

এদিকে, নুসরাত-নিখিলের এমন সম্পর্কের মধ্যেই এ অভিনেত্রীর রাজস্থান সফরের পর থেকেই শুরু হয় যশের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা জল্পনা। যদিও এই সব জল্পনাকে উড়িয়ে দিয়ে নুসরাত বলেছিলেন, এর আগেও যশের সঙ্গে দু’টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তখনও সিঙ্গেল ছিলেন। তেমন কিছু হলে তখনই হতে পারতো।

ভালোবেসে ২০১৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নুসরাত জাহান ও নিখিল জৈন।

বিজ্ঞাপন