নিরাপত্তার চাদরে মোড়া অমিতাভের ‘জলসা’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিরাপত্তার চাদরে মোড়া অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’

নিরাপত্তার চাদরে মোড়া অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’

বিতর্ক থেকে যতোটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেন অমিতাভ বচ্চন। আর এ কারণেই হয়তো বিপাকের মুখে পড়তে যাচ্ছেন বলিউডের এই মেগাস্টার!

সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারসহ আরও বেশ কয়েকজন বলিউড তারকাকে হুঁশিয়ারি করে বলেছিলেন, পেট্রো পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির মতো জাতীয় ইস্যুতে কেন্দ্রে ক্ষমতাসীন শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদের সুর না চড়ালে তাদের শুটিং বন্ধ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

নানা পাটোলের এমন মন্তব্যের পরই মুম্বাইয়ের জুহুতে অবস্থিত অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’র বাইরে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

জুহুর স্থানীয় পুলিশ স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা একটা সাময়িক সিদ্ধান্ত। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়তি নিরাপত্তারক্ষী রাখা হয়েছে অমিতাভের বাংলো ‘জলসা’র সামনে।

বিজ্ঞাপন