ভাইয়ের মৃত্যুর ৫ দিন পর জন্মদিন পালন করে বিতর্কিত রণধীর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রণধীর কাপুর ও রাজীব কাপুর

রণধীর কাপুর ও রাজীব কাপুর

গত বছর জানুয়ারি মাসে মৃত্যু হয় রণধীর কাপুরের বোন ঋতু নন্দার, মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে গত ৩০ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রণধীরের ভাই অভিনেতা ঋষি কাপুর। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৯ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই তারকার আরেক ভাই অভিনেতা রাজীব কাপুর।

ঋতু নন্দা ও ঋষি কাপুরের মৃত্যুর এক বছর ঘুরতে না ঘুরতেই রাজীব কাপুরকে হারানোর ফলে শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবারে। এরইমধ্যে জন্মদিন পালন করে বিতর্কের জন্ম দিলেন রণধীর কাপুর।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ছিলো রণধীর কাপুরের ৭৪তম জন্মদিন। আর রণধীরের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে গত ১৪ ফেব্রুয়ারি রাতে কাপুর বাংলোয় একত্রিত হয়েছিলেন কারিনা, সাইফ, কারিশ্মা, রণবীর, আলিয়া। এরপরই সমালোচনার মুখে পড়তে হয়েছে সম্পূর্ণ কাপুর পরিবারকে।

সমালোচনার উত্তর দিয়ে রণধীর কাপুর বলেন, ‘ওটা একটা ছোট্ট দেখা করা মাত্র। জাঁকজমকপূর্ণ কোনও ইভেন্ট নয়। মন ভারাক্রান্ত। কোনওরকম সেলিব্রেশন হয়নি। আমরা সবাই রাজীবকে খুব মিস করছি। তার আচমকা চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না।’

বিজ্ঞাপন